লালুপ্রসাদ যাদব মারা গেল .......
প্রত্যাশিত ভাবেই যথারীতি তার জায়গা হল নরকে ।
লালু গিয়ে দেখল যমদূত তার জন্য অপেক্ষা করছে.......
যমদূত লালুকে বলল - তুমি আমার লিস্টে আছো ,থাকতে তো তোমাকে এখানেই হবে , কিন্তু সমস্যা হল
তোমার থাকার মত কোন ঘর এই মুহূর্তে খালি নেই !!!!
কিন্তু তিন জন এ রকম আছে যারা তোমার থেকে কম পাপি ... তাদের
মধ্যে একজন কে ছেড়ে দেব, তাহলে
তোমার জায়গা হয়ে যাবে ...
তুমি পছন্দ কর কোনটা তোমার পক্ষে ভাল ...
প্রথম ঘরের দরজা খুলল যমদূত - দেখা গেল,
সেখানে একটা বড় বাথ টব
রাখা আছে, যাতে আছে ফুটন্ত গরম জল রাখা ।
সনিয়া গান্ধী সেই টবে লাফাছে , আবার উঠে আসছে , আবার লাফাচ্ছে ...
লালু দেখে বলল, - পারবনা , আমার কোমরে ব্যাথা !!!!
দ্বিতীয় ঘরের দরজা খুলল যমদূত - দেখা গেল,
সেখানে পাথর ভর্তি!!!
আর একটা বিশাল হাতুড়ি দিয়ে সেই পাথর ভাঙছে মুলায়ম সিং যাদব !!!
লালু দেখে বলল, - পারবনা , আমার কাঁধে ব্যাথা !!!!
তৃতিয় ঘরের দরজা খুলল যমদূত - দেখা গেল,
সেখানে একটা খাট, তাতে শুয়ে রয়েছে শরদ পাওয়ার এবং সানি লিওন!!!
শরদ পাওয়ার আর সানি লিওন সেই কাজ ই করছে যার জন্য
সে বলিউডে আসার আগে থেকেই বিখ্যাত !!!!
লালু দেখে বলল - হ্যাঁ হ্যাঁ এটা তো আমি খুব ভাল পারব!!!!
শুনে যমদূত খুব জোরে জোরে হাঁসতে লাগল !!!
তারপর হাসি থামিয়ে যমদূত যা বলল তাতে লালু বেহুঁশ !!!
****
যমদূত বলল - সানি লিওন , যাও আজ থেকে তোমার
ছুটি!!!
তোমার বদলে নতুন লোক এসে গেছে ।
Saturday, 7 April 2018
সানি লিওন
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটা পড়া জরুরী বলে মনে করছি। ইন্ডিয়া তে হরলিক্স এ...
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
স্বাদ বদলের পোস্ট ****************** দেবদাসের মৃত্যুর পর পার্বতীর কী হয়েছিল? দেব-পারোর সেই গ্রাম স্মৃতি আঁকড়ে রেখেছে আজও ~~~...
No comments:
Post a Comment