Wednesday, 11 April 2018

বিজ্ঞান - 4

১.মার্শ গ্যাস হচ্ছে - মিথেন (CH4)
২.নোবেল গ্যাস হচ্ছে - হিলিয়াম
৩.সবথেকে হালকা ধাতু - লিথিয়াম
৪.সবচেয়ে ভারী ধাতু - অসমিয়াম
৫.সবচেয়ে কঠোর ধাতু - প্লাটিনাম
৬.সবচেয়ে কঠোর পদার্থ - হীরক
৭.বেলুনে এবং বায়ু যানে ব্যবহৃত গ্যাস - হিলিয়াম
৮.অশ্রু গ্যাস হচ্ছে - ক্লোরো আসিটোফিনন
৯.লাফিং গ্যাস - নাইট্রাস অক্সাইড (N2O)
১০জলের শুদ্ধ রূপ হচ্ছে - বৃষ্টির জল
১১.কৃত্রিম বর্ষার জন্য প্রয়োগ হয় - সিলভার আয়োডাইড
১২.লৌহ মৌলের সর্বাধিক স্রোত - পালং শাক
১৩.বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী চালক - রুপা
১৪.১৮ ক‍্যারেট সোনায় শুদ্ধ সোনার পরিমাণ - ৭৫%
১৫.সবথেকে উন্নত মানের কয়লা - অ্যানথ্রাসাইট
১৬.লোহা ইস্পাত ধাতুতে বদলানোর জন্য মেশানো হয় - নিকেল ধাতু
১৭.পারদের মুখ্য আকরিক - সিনেবার
১৮.রেফ্রিজারেটরে জল ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয় - অ্যামোনিয়া গ্যাসের
১৯.ব্যাকটেরিয়ার খোঁজ করেছিলেন - লিউয়েন হুক
২০.শব্দের তীব্রতার একক - ডেসিবেল

No comments:

Post a Comment

Popular Posts