ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই...
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? .
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....
ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় ফলস চুল
লাগানো...
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
ফলস চুল লাগানো নেই।
বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের
মানেজারের চুলের মুঠি ধরে টানব।
Sunday, 1 September 2019
বুড়ির বাজি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ঘোষ - ঘোষ মানেই দুধের ব্যবসা, বাড়িতে গরু পোষে । .. সাহা - সাহা মানেই কিপ্টের যম, প্রাণ বেরিয়ে গেলেও হাত থেকে টাকা বেরোবে না । .. মোদক - ...
-
🔴 ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে - ১৮৩২ সালে 🔵 ১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল মুম্বাই ও থানের মধ্যে ৪০০ জন যাত্রী ...
-
১. প্রশ্ন : রূপান্তরিত মূল কোনটি? উত্তর : মিষ্টি আলু। ২. প্রশ্ন : পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়? উত্তর : ঈস...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
এক জঙ্গলে কয়েকমাস ধরে পুরুষ জন্তুগুলো মহিলা জন্তুগুলিকে অনবরত দিন রাত চুদছিল। মহিলা জন্তুগুলি এই যন্ত্রনা আর সহ্য করতে পারছিল না। তাই তারা...
-
বর্ধমান জেলার এক মহকুমা শহরে একটি মামলায় সাক্ষী হিসাবে মানদা মাসির ডাক পড়েছে।বাদীপক্ষের দুঁদে উকিল বিজন মজুমদার মানদা মাসি কে ঘাবড়ে দেবার জ...
-
1 মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি.? —ফিমার। 2 মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি.? —যকৃত। 3 মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অ...
-
ক্লাস টু-তে পিঙ্কী উঠে দাঁড়িয়ে বলছে, 'টিচার টিচার, আমার মা কি প্রেগন্যান্ট হতে পারবে?' টিচার বললেন, 'তোমার মার বয়স কত সোনা?...
-
দাম্পত্য জীবনের একঘেয়েমি কাটাতে বঙ্কুবাবু হোয়াটস আপে প্রাপ্ত সানি লিওনের ভিডিও বউ চম্পা কে পাঠিয়ে তার তলায় অল্প শব্দে লিখে দিলেন “ সানি কে ...
-
১ পনেরই আগস্ট সকাল সকাল ফোনটা পেলাম । এক বন্ধু ফোন করেছে । ফোন তুলতেই বললো , "Happy Independence Day" আমি বললাম, "আজ তো ছুটি।...
No comments:
Post a Comment