Monday, 9 April 2018

সাধারণ জ্ঞান - 1

প্রশ্নঃ মেট্রো রেলে বায়ু সংশোধনের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উঃ H2O2
প্রশ্নঃ সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত থাকে ?
উঃ ৩৫০ টি
প্রশ্নঃ মানুষের চোখ কত রকমের রঙ চিনতে পারে ?
উঃ ১ কোটির বেশী
প্রশ্নঃ কালার ব্লাইন্ড রুগী কোন কোন রঙ মূখ্যত চিনতে পারে না ?
উঃ লাল ও সবুজ
প্রশ্নঃ মানবদেহে কোন দুটি অংশ ১ মিনিটের জন্য বিশ্রাম পায় না ?
উঃ হৃৎপিণ্ড ও বৃক্ক
প্রশ্নঃ হ্যানসেন ডিজিজ কোন রোগকে বলা হয় ?
উঃ কুষ্ঠ-কে
প্রশ্নঃ গ্যালিলিও যে বছর মারা যান সেই বছর কোন বিখ্যাত বৈজ্ঞানিক জন্মান ?
উঃ আইজ্যাক নিউটন
প্রশ্নঃ বিমানে থাকা ব্ল্যাকবক্স এর রঙ কি ?
উঃ উজ্জ্বল কমলা
প্রশ্নঃ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উঃ বি ১২
প্রশ্নঃ ঢেকিছাটা চালে কোন ভিটামিন থাকে ?
উঃ থায়ামিন
প্রশ্নঃ জ্যামিতি শাস্ত্রের উপর প্রথম আলোকপাত করেন কে ?
উঃ ইউক্লিড
প্রশ্নঃ ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন কে ?
উঃ জাভেদ করিম , ২৩ এপ্রিল ২০০৫ তারিখে
প্রশ্নঃ ইংরাজির Run শব্দের কতরকমের অর্থ হয় ?
উঃ ৮৩২ রকমের
প্রশ্নঃ গুড় থেকে প্রথম চিনি আবিস্কার হয় কোন দেশে ?
উঃ চিনে , সেই কারনেই এর নাম ' চিনি '
প্রশ্নঃ সুরমাতে কোন যৌগ থাকে ?
উঃ লেড সালফাইড
প্রশ্নঃ নিজের আয়তনের থেকে বড় ডিম পাড়ে কোন পাখি ?
উঃ কিউই পাখি
প্রশ্নঃ একটি আখরোট গাছ বছরে গড়ে কত ফল দেয় ?
উঃ প্রায় ১ লক্ষ
প্রশ্নঃ মানুষ ছাড়া আর কোন প্রানী হাসতে পারে ?
উঃ মানুষ ছাড়া একমাত্র শিম্পাঞ্জী হাসতে পারে ।
প্রশ্নঃ কোন প্রানীর পুরুষেরা সন্তান প্রসব করে ?
উঃ সী-হর্স
প্রশ্নঃ মশার ডানা ১ সেকেন্ডে কতবার ওঠা নামা করে ?
উঃ গড়ে ৫০০ থেকে ৬০০ বার ।
প্রশ্নঃ কোন পাখী উড়তে উড়তে ডিম পাড়ে ?
উঃ হোমা পাখী
প্রশ্নঃ কোন প্রানীর ১১ টি মাথা থাকে ?
উঃ রেশম মথ
প্রশ্নঃ কোন প্রানীর সবথেকে বেশী দাঁত থাকে ?
উঃ জলচর শামুকের ।
প্রশ্নঃ কোন সামুদ্রিক প্রানী পিছন দিকে সাঁতার কাটতে পারে ?
উঃ অক্টোপাস

No comments:

Post a Comment

Popular Posts