প্রশ্নঃ মেট্রো রেলে বায়ু সংশোধনের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উঃ H2O2
প্রশ্নঃ সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত থাকে ?
উঃ ৩৫০ টি
প্রশ্নঃ মানুষের চোখ কত রকমের রঙ চিনতে পারে ?
উঃ ১ কোটির বেশী
প্রশ্নঃ কালার ব্লাইন্ড রুগী কোন কোন রঙ মূখ্যত চিনতে পারে না ?
উঃ লাল ও সবুজ
প্রশ্নঃ মানবদেহে কোন দুটি অংশ ১ মিনিটের জন্য বিশ্রাম পায় না ?
উঃ হৃৎপিণ্ড ও বৃক্ক
প্রশ্নঃ হ্যানসেন ডিজিজ কোন রোগকে বলা হয় ?
উঃ কুষ্ঠ-কে
প্রশ্নঃ গ্যালিলিও যে বছর মারা যান সেই বছর কোন বিখ্যাত বৈজ্ঞানিক জন্মান ?
উঃ আইজ্যাক নিউটন
প্রশ্নঃ বিমানে থাকা ব্ল্যাকবক্স এর রঙ কি ?
উঃ উজ্জ্বল কমলা
প্রশ্নঃ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উঃ বি ১২
প্রশ্নঃ ঢেকিছাটা চালে কোন ভিটামিন থাকে ?
উঃ থায়ামিন
প্রশ্নঃ জ্যামিতি শাস্ত্রের উপর প্রথম আলোকপাত করেন কে ?
উঃ ইউক্লিড
প্রশ্নঃ ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেন কে ?
উঃ জাভেদ করিম , ২৩ এপ্রিল ২০০৫ তারিখে
প্রশ্নঃ ইংরাজির Run শব্দের কতরকমের অর্থ হয় ?
উঃ ৮৩২ রকমের
প্রশ্নঃ গুড় থেকে প্রথম চিনি আবিস্কার হয় কোন দেশে ?
উঃ চিনে , সেই কারনেই এর নাম ' চিনি '
প্রশ্নঃ সুরমাতে কোন যৌগ থাকে ?
উঃ লেড সালফাইড
প্রশ্নঃ নিজের আয়তনের থেকে বড় ডিম পাড়ে কোন পাখি ?
উঃ কিউই পাখি
প্রশ্নঃ একটি আখরোট গাছ বছরে গড়ে কত ফল দেয় ?
উঃ প্রায় ১ লক্ষ
প্রশ্নঃ মানুষ ছাড়া আর কোন প্রানী হাসতে পারে ?
উঃ মানুষ ছাড়া একমাত্র শিম্পাঞ্জী হাসতে পারে ।
প্রশ্নঃ কোন প্রানীর পুরুষেরা সন্তান প্রসব করে ?
উঃ সী-হর্স
প্রশ্নঃ মশার ডানা ১ সেকেন্ডে কতবার ওঠা নামা করে ?
উঃ গড়ে ৫০০ থেকে ৬০০ বার ।
প্রশ্নঃ কোন পাখী উড়তে উড়তে ডিম পাড়ে ?
উঃ হোমা পাখী
প্রশ্নঃ কোন প্রানীর ১১ টি মাথা থাকে ?
উঃ রেশম মথ
প্রশ্নঃ কোন প্রানীর সবথেকে বেশী দাঁত থাকে ?
উঃ জলচর শামুকের ।
প্রশ্নঃ কোন সামুদ্রিক প্রানী পিছন দিকে সাঁতার কাটতে পারে ?
উঃ অক্টোপাস
Monday, 9 April 2018
সাধারণ জ্ঞান - 1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ভারতীয় বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি। কিন্তু বাচ্চাটা ২ মি...
-
পলাশ রোজ প্রচুর মদ খায়। তারপর মাতাল অবস্থায় মন্দিরে যায়। মন্দিরে একটা শিবঠাকুরের মূর্তি আছে। তার সামনে বসে খানিকক্ষণ পুজো করে; তারপর চলে ...
-
এক ইঞ্জিনিয়ার কিছুতেই ভালো একটা চাকরি পেল না, তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল – "৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান চিকিৎ...
-
লাইফস্টাইল একটু সহজ সরল রাখুন। নিজেদের আশপাশ অতিরিক্ত আড়ম্বরে মুড়ে ফেলবেন না। হাতে টাকা এলেই লোক দেখিয়ে খরচা করে নিজেকে কেউকেটা দেখাতে যা...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
চমৎকার= চুদে মুতে একাকার (লেজে গোবরে সমাস ) তমাল= তোমার গুদে আমার মাল (ডোনেশন সমাস) হলুদ=হল হলে গুদ (সহজগন্তব্য সমাস) মাধ্যমিক= মামীর ...
-
রোববার দুপুরবেলা আমাদের বাপ্পাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, "বাবা, তোমার প্রতিবেশী আমাকে পু...
-
এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল। লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কা...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
ছেলেঃ বাবা, বড়ভাইয়া তো দরজা খুলছে না! বাবাঃ খুলবে খুলবে, কাল রাতে তোমার ভাইয়ার বাসর রাত ছিল তো, ক্লান্ত তাই এখনও দরজা খুলছে না। ছেলেঃ ঠিক ...
No comments:
Post a Comment