Wednesday, 11 April 2018

সাধারণ জ্ঞান - 6

1. কোন রাজ্য তাদের নিজস্ব পতাকা তৈরির সিদ্ধান্ত নিলো?- কর্ণাটক
2. ‎মাদাভুর বাসুদেবন নায়ার কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন?- কথাকলি
3. ‎রোড সেফটির ব্র্যান্ড আম্বাসাডার কে হলেন?- অক্ষয় কুমার
4. ‎উত্তর প্রদেশ সরকারের স্বচ্ছতা অভিযানের ব্র্যান্ড আম্বাসাডার কে?- অক্ষয় কুমার
5. ‎কোন রাজ্য সরকার সম্প্রতি 'কিষান কল্যাণ প্রাধিকরণ' তৈরির সিদ্ধান্ত নিলো?- হরিয়ানা
6. ‎কোন রাজ্যসরকার ছাত্রদের ঋণ প্রদানের (credit card scheme) জন্য একটি করপোরেশন প্রতিষ্ঠা করেছে?- বিহার
7. ফেডারেল রিজার্ভ এর 16 তম চেয়ারম্যান এর নাম কি?- জেরোমে এইচ পাওয়েল
8. ‎গৌমাতা মন্দির কোথায় অবস্থিত?- ওড়িশা
9. ‎কোন রাজ্য সরকার ইউনিসেফ এর সাথে যুক্ত হয়ে 'দাস্তক' ক্যাম্পেন চালু করলো?- উত্তর প্রদেশ
10. ‎সম্প্রতি কোথায় নতুন প্রজাতির মাকড়সার জীবাশ্ম আবিষ্কার হলো?- মায়ানমার
11. বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কে 200 উইকেটের মালিক হলেন?- ঝুলন গোস্বামী
12. ‎ঝুলন গোস্বামী কোন দলের বিরুদ্ধে 200 উইকেটের রেকর্ড গড়লেন?- দক্ষিণ আফ্রিকা
13. ‎ঝুলন গোস্বামী কতগুলি একদিনের ক্রিকেট খেলে এই রেকর্ডের মালিক হলেন?- 166 টি
14. ‎সম্প্রতি NCERT কোন কোম্পানির সাথে 'Digital Citizenship and Safety' র জন্য জোট বদ্ধ হলো?- গুগল
15. ‎'Safer Internet Day' কবে?- 6th ফেব্রুয়ারি
16. ‎কোন দেশ প্রথম সমলিঙ্গ বিবাহ চালু করেও বন্ধ করলো?- বারমুডা
17. ‎কোন ভারতীয় রানীকে ইউনাইটেড কিংডম স্ট্যাম্প প্রকাশ করে সম্মান জানালো?- সোফিয়া আলেকজান্দ্রা দলিপ সিং
18. ‎হাওড়া ব্রিজের সম্প্রতি কত বছর পূর্ণ হলো?- 75 বছর
19. ‎টিবিএস মোটর কোন কোম্পানির সঙ্গে গ্রীন মোটর তৈরি নিয়ে জোট বদ্ধ হলো?- ইন্টেল
20. ‎ইউনাইটেড নেশনে ভারতের ব্র্যান্ড আম্বাসাডার কে?- সাঈদ আকবারুদ্দিন

No comments:

Post a Comment

Popular Posts