তিন বন্ধুতে গল্প হচ্ছে, কার কত পুরোনো কথা মনে আছে !
++++++++++++++++++++
প্রথম জন :- বুঝলি, তখন আমার পাঁচ মাস বয়েস ! জানলার ধারে আমাকে মা বুকের দুধ খাওয়াচ্ছে ।
একটা লোক দেখলাম, মায়ের দিকে ড্যাপড্যাপ করে চেয়ে ।
কামড়ে ধরলাম । মা দেখতে পেল লোকটাকে । আমাকে নিয়ে সোজা বেডরুমে।
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
==========
দ্বিতীয় জন :- ছোঃ ! তোর তো তখন পাঁচ মাস বয়েস ! আমি তখন পাঁচ মাস – মায়ের পেটে।
একদিন রাতে মায়ের বিড়বিড়ানিতে ঘুম ভেঙে গেল !
মা- বাবা বেট ধরছে- ছেলে না মেয়ে হবে !
আমি চিৎকার করে বলতে গেলাম------- মাআআআআআআআআআআ ! আমি ছেলে ।
পরে ভেবে দেখলাম- দরকার কি ? বেরিয়ে এলে সবাই জানবে, আমি ছেলে !
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
========
তৃতীয় জন :- আব্বে রাখ ! তোদের তো তাও পাঁচ মাস করে বয়স ছিল । সে মায়ের পেটেই হোক বা বাইরে ।
আমার কেসটা একদম আলাদা !
বাকী দুজন- কিরকম গুরু ?
আমার মা বাবার বিয়েই হয় নি তখন । দুজনে একই কলেজে পড়ে । একদিন পিকনিকে গিয়ে পরের দিন ফিরে এলো দু জনে যে যার বাড়ীতে ।
বাকী দুজন- এর মধ্যে তোর স্মৃতি কোথায় ?
কেন ? যাবার সময় বাবার সাথে গেছিলাম, আসার সময় ফিরলাম মায়ের সাথে ! সিম্পল ! —
Saturday, 7 April 2018
পুরোনো স্মৃতি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
শিবরাম চক্রবর্তী একবার গামছা পরে জল তুলছেন এমন সময় এক ভদ্র মহিলা এসে বললেন "আপনি এত বড় বংশের ছেলে, আপনার বাবা এত বড় লোক, আপনি কি না...
-
এক বাইকার স্বামী থানায় গেছে অভিযোগ জানাতে। স্বামীঃ আমার বউ হারিয়ে গেছে, সে গতকাল শপিংয়ে বেরিয়ে এখনো ফেরেনি। অফিসারঃ বয়স? স্বামীঃ নিশ্চিত নই,...
-
-- "হ্যালো আপনি কি মিস্টার তলাপাত্র বলছেন?" -- "হ্যাঁ। কেন বলুন তো?" -- "আপনার ডেবিট কার্ডের ব্যাপারে কিছু তথ্য চ...
-
স্বাদ বদলের পোস্ট ****************** দেবদাসের মৃত্যুর পর পার্বতীর কী হয়েছিল? দেব-পারোর সেই গ্রাম স্মৃতি আঁকড়ে রেখেছে আজও ~~~...
No comments:
Post a Comment