তিন বন্ধুতে গল্প হচ্ছে, কার কত পুরোনো কথা মনে আছে !
++++++++++++++++++++
প্রথম জন :- বুঝলি, তখন আমার পাঁচ মাস বয়েস ! জানলার ধারে আমাকে মা বুকের দুধ খাওয়াচ্ছে ।
একটা লোক দেখলাম, মায়ের দিকে ড্যাপড্যাপ করে চেয়ে ।
কামড়ে ধরলাম । মা দেখতে পেল লোকটাকে । আমাকে নিয়ে সোজা বেডরুমে।
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
==========
দ্বিতীয় জন :- ছোঃ ! তোর তো তখন পাঁচ মাস বয়েস ! আমি তখন পাঁচ মাস – মায়ের পেটে।
একদিন রাতে মায়ের বিড়বিড়ানিতে ঘুম ভেঙে গেল !
মা- বাবা বেট ধরছে- ছেলে না মেয়ে হবে !
আমি চিৎকার করে বলতে গেলাম------- মাআআআআআআআআআআ ! আমি ছেলে ।
পরে ভেবে দেখলাম- দরকার কি ? বেরিয়ে এলে সবাই জানবে, আমি ছেলে !
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
========
তৃতীয় জন :- আব্বে রাখ ! তোদের তো তাও পাঁচ মাস করে বয়স ছিল । সে মায়ের পেটেই হোক বা বাইরে ।
আমার কেসটা একদম আলাদা !
বাকী দুজন- কিরকম গুরু ?
আমার মা বাবার বিয়েই হয় নি তখন । দুজনে একই কলেজে পড়ে । একদিন পিকনিকে গিয়ে পরের দিন ফিরে এলো দু জনে যে যার বাড়ীতে ।
বাকী দুজন- এর মধ্যে তোর স্মৃতি কোথায় ?
কেন ? যাবার সময় বাবার সাথে গেছিলাম, আসার সময় ফিরলাম মায়ের সাথে ! সিম্পল ! —
Saturday, 7 April 2018
পুরোনো স্মৃতি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ভারতীয় বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি। কিন্তু বাচ্চাটা ২ মি...
-
পলাশ রোজ প্রচুর মদ খায়। তারপর মাতাল অবস্থায় মন্দিরে যায়। মন্দিরে একটা শিবঠাকুরের মূর্তি আছে। তার সামনে বসে খানিকক্ষণ পুজো করে; তারপর চলে ...
-
এক ইঞ্জিনিয়ার কিছুতেই ভালো একটা চাকরি পেল না, তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল – "৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান চিকিৎ...
-
লাইফস্টাইল একটু সহজ সরল রাখুন। নিজেদের আশপাশ অতিরিক্ত আড়ম্বরে মুড়ে ফেলবেন না। হাতে টাকা এলেই লোক দেখিয়ে খরচা করে নিজেকে কেউকেটা দেখাতে যা...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
চমৎকার= চুদে মুতে একাকার (লেজে গোবরে সমাস ) তমাল= তোমার গুদে আমার মাল (ডোনেশন সমাস) হলুদ=হল হলে গুদ (সহজগন্তব্য সমাস) মাধ্যমিক= মামীর ...
-
রোববার দুপুরবেলা আমাদের বাপ্পাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, "বাবা, তোমার প্রতিবেশী আমাকে পু...
-
এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল। লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কা...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
ছেলেঃ বাবা, বড়ভাইয়া তো দরজা খুলছে না! বাবাঃ খুলবে খুলবে, কাল রাতে তোমার ভাইয়ার বাসর রাত ছিল তো, ক্লান্ত তাই এখনও দরজা খুলছে না। ছেলেঃ ঠিক ...
No comments:
Post a Comment