তিন বন্ধুতে গল্প হচ্ছে, কার কত পুরোনো কথা মনে আছে !
++++++++++++++++++++
প্রথম জন :- বুঝলি, তখন আমার পাঁচ মাস বয়েস ! জানলার ধারে আমাকে মা বুকের দুধ খাওয়াচ্ছে ।
একটা লোক দেখলাম, মায়ের দিকে ড্যাপড্যাপ করে চেয়ে ।
কামড়ে ধরলাম । মা দেখতে পেল লোকটাকে । আমাকে নিয়ে সোজা বেডরুমে।
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
==========
দ্বিতীয় জন :- ছোঃ ! তোর তো তখন পাঁচ মাস বয়েস ! আমি তখন পাঁচ মাস – মায়ের পেটে।
একদিন রাতে মায়ের বিড়বিড়ানিতে ঘুম ভেঙে গেল !
মা- বাবা বেট ধরছে- ছেলে না মেয়ে হবে !
আমি চিৎকার করে বলতে গেলাম------- মাআআআআআআআআআআ ! আমি ছেলে ।
পরে ভেবে দেখলাম- দরকার কি ? বেরিয়ে এলে সবাই জানবে, আমি ছেলে !
এটাই আমার সবচেয়ে পুরোনো স্মৃতি ।
========
তৃতীয় জন :- আব্বে রাখ ! তোদের তো তাও পাঁচ মাস করে বয়স ছিল । সে মায়ের পেটেই হোক বা বাইরে ।
আমার কেসটা একদম আলাদা !
বাকী দুজন- কিরকম গুরু ?
আমার মা বাবার বিয়েই হয় নি তখন । দুজনে একই কলেজে পড়ে । একদিন পিকনিকে গিয়ে পরের দিন ফিরে এলো দু জনে যে যার বাড়ীতে ।
বাকী দুজন- এর মধ্যে তোর স্মৃতি কোথায় ?
কেন ? যাবার সময় বাবার সাথে গেছিলাম, আসার সময় ফিরলাম মায়ের সাথে ! সিম্পল ! —
Saturday, 7 April 2018
পুরোনো স্মৃতি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
-
-"মা, চারটে বেজে গেছে। তুমি রেডি তো ?" গাড়ির চাবিটা নিতে নিতে বললো রোহিত। -"হ্যাঁ। দাঁড়া, জুতোটা পড়ি।" বৌমা সুস্মিতা ...
-
কোনও এক ইস্কুলের কর্তৃপক্ষের একদা মনে হয়েছিল, সমস্ত কাজ বাংলায় করতে হবে। এমনকি, রুটিনে মাস্টারমশাই, দিদিমণিদের নামের আদ্যাক্ষরও লেখা থাকবে...
-
সখিনাঃ তোমার স্বামী প্রতিদিনই দেখি ঠিক ৯টার সময় বাসায় ফেরে। আমার স্বামী তো পারলে বাসায়ই ফেরে না। কিন্তু তোমার স্বামী আসে, রহস্য কি? * * * *...
-
পাঁচু দা বাড়িতে বসে তুলসীপাতা চিবোতে চিবোতে প্রার্থনা করছে, "হে ভগবান, রোগজ্বালা থেকে তুমি আমাদের রক্ষা করো"। তা দেখে ঘনাদা বললো, ...
-
ঘোষ বাবুর বউ বোস বাবুর বউকে বলছেন : "আমাদের ঘোষে ঘোষে হয় না ,আপনাদের হয়?" বোস বাবুর বউ উত্তর দিচ্ছেন, "হ্যা দিদি,আমাদের বো...
-
কোনো গাধাকে খুঁটোর সঙ্গে বেঁধে রাখলে,, গাধাটি মেজাজ হারিয়ে,, খুঁটো উপড়ে নিয়ে,, কোথাও পালিয়ে যেতে পারে।। এমন ঘটনার হাত থেকে নিস্তার পেতে,, ব...
-
শুনেছি কানাডিয়ানরা নাকি সবথেকে বিনয়ী জাতি, মানে তাদের কথায় কথায় নাকি "সরি" বলার অভ্যেস, কাউকে দুঃখ দিয়ে বা Rudely কথা নাকি বলেননা ...
-
📢 _Teacher: How much is 2+2? _Student: 9.50_ _Teacher: How on the earth is that possible? _Student: 2+2 = 4 + Vat + Service tax + Higher Ed...
No comments:
Post a Comment