Sunday, 8 April 2018

লুঙ্গির রচনা

পরিক্ষাতে বল্টুকে লুঙ্গির রচনা
লিখতে দেয়া
হল।
.
.
.
রচনাঃ লুঙ্গি,
মার্কসঃ ২০ সময়ঃ ১ ঘন্টা
.
জীবনের প্রথম যেদিন লুঙ্গী পরে
ঘুমাতে যাই।
সকালে দেখি লুঙ্গী নাই। হায়! হায়!
লুঙ্গী কই?
.
পরে পাইলাম খাটের নিচে।
.
২য় দিন তাই হল, লুঙ্গী পরে ঘুমাইছি
ঘুম থেকে উঠছি কিন্তু চোখে কিছু
দেখছি না।
হায়!
হায়!
আমি চোখে দেখছি না কেনো?
ভালো করে লক্ষ করলাম চোখে না
দেখার রহস্য
উদঘাটন করলাম।
.
রহস্য হলো, লুঙ্গীর জন্য আমি দেখতে
পাচ্ছি
না!!
.
লুঙ্গী একটি বিপজ্জনক বাঙালী
পোশাক,
যদিও এটার ভেন্টিলেশন সিস্টেম
অত্যন্ত
চমৎকার।
সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের পরিবেশ ও
জীবজন্তুকে সবসময় ঠান্ডা ও প্রফুল্ল
রাখে।
আবার মাঝে মাঝে অতিরিক্ত
বায়ুপ্রবাহ ভিতরের
সবকিছু সবার নজরে নিয়ে আসতে
পারে।
তা অন্য সবার জন্য একটা রোমাঞ্চকর
ব্যাপার
হলেও,
ভুক্তভোগীর কাছে তা খুবই লজ্জার ও
অপমানকর।
.
কপাল এবং লুঙ্গীর মধ্যে মিল ও অমিল
দুটোই
আছে...
.
মিলঃ দুটোই যে কোন সময় খুলে যেতে
পারে!!!
.
অমিলঃ কপাল খুললে পৌষমাস, আর
লুঙ্গি
খুললে
সর্বনাশ।
.
এর বাধন বা গিট্টু অত্যন্ত শৈল্পিক
একটা
ব্যাপার,
অনেকেই মাঝে মাঝে সকালে ঘুম
থেকে উঠে লুঙ্গী
বাবাজির খোজ পান না,
.
তাই সাবধান!!! লুঙ্গি ভালো করে
গিট্টু দিতে
হবে,
লুঙ্গির গিট্টু দেয়া আমাদের সবাইকে
সঠিকভাবে
শিখতে হবে
আর মনে রাখতে হবে,
.
''একটি দুর্ঘটনা সারা জীবনের
কান্না"

No comments:

Post a Comment

Popular Posts