Tuesday 10 April 2018

ইতিহাস - 1

1- কলিঙ্গ যুদ্ধ কত সালে হয় - 260 /61খ্রীঃপূঃ
2- পানিপথের প্রথম যুদ্ধ- 1526 খ্রীঃ ইব্রাহীম লোদীও বাবর
3- সিপাহী বিদ্রোহ কত সালে হয় - 1857
4- প্রাচীনতম বেদের নাম কী - ঋকবেদ
5- জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু - অথর্ববেদ
6- জৈনধর্মে 'তীর্থঙ্কর ' কথাটির অর্থ কী- দিব্যজ্ঞান লাভ
7- মুঘলরাজসভায় হীরে খচিত সিংহাসনটির ' কোহিনুর ' নামকরন কে করেন? - শাহাজাহান
8- নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন - হেনরিলুই ভিভিয়ান ডিরে জিও
9- আইহোল প্রস্তুতি কার রচনা - রবিকৃর্তী( দ্বিতীয় পুলকেশী)
10- হুমায়ুননামা কার রচনা - গুলবদন বেগম
11- হরপ্পা কোথায় অবস্থিত - পাঞ্জাবের মণ্টেগোমারী
12- মহেঞ্জোদারো কোথায় অবস্থিত - সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
13- মহেঞ্জোদারো কথার অর্থ কী - মৃতের স্তুপ
14- বিশ্বের প্রাচীনতম প্রতাশ্রয় - লোথাল
15- হরপ্পা সভ্যতায় প্রধান দেবতা - পশুপতি শিব
16- বেদ কথার অর্থ কী - জ্ঞান
17- কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে - ঋকবেদ
18- কোন বেদে আমরা যাগযজ্ঞের ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পারি - যজুর্বেদ
19- ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস - সামবেদ
20- কোন বেদকে যাদু বিদ্যার বই বলা হয়- অথর্ববেদ
21- মহাভারত কে রচনা করে - বেদব্যাস
22- জৈনধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা - অর্ধমাগধী বা প্রাকৃত
23- মহাবীর কোথায় দেহত্যাগ করে - পাবাপুরী
24- বৈদ্ধধর্মগ্রন্থকোন ভাষায় লেখা - পালি
25- প্রথম বৈদ্ধমহাসম্মেলনকোথায় হয়- রাজগীর
26- তৃতীয় বৈদ্ধমহাসম্মেলনকোথায় অনুষ্ঠিত হয়- পাটলিপুত্র
27- শকাব্দ কবে শুরু হয়- 78 খ্রিষ্টাব্দে
28- মহাভারতের মূল নাম কী - জয়সংহিতা
29- সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? - আর্যভট্ট
30- কাকে আয়ুর্বেদের জনক বলা হয় - চরক
31- বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা কে - গোপাল
32- বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেন - ধর্মপাল
33- গীতগোবিন্দ কার রচনা - জয়দেব
34- ভারতে দাস বংশের প্রতিষ্টাতা - কুতুবউদ্দিন আইবক
35- শিখ কথার অর্থ কী - শিষ্য
36- ভারতের তোতাপাখী কাকে বলা হয় - আমির খসরু
37- শেরশাহের সমাধি কোথায় আছে - সাসারাম
38- জিন্দাপীর কাকে বলা হয় - ঔরঙ্গজেব
39- ছিয়াত্তরের মন্বন্তর কোন সালে হয়েছিল -1770
40- ভারতের প্রথম ভাইসরয় কে - লর্ড ক্যানিং
41- কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি - উমেশচন্দ্র ব্যানার্জি
42- ভারতের প্রথম প্রধান মন্ত্রী - জওহরলাল নেহেরু
43- কত সালে ফরাসী বিপ্লব হয়- 1789

No comments:

Post a Comment

Popular Posts