Wednesday 11 April 2018

সাধারণ জ্ঞান - 8

১/প্রশ্ন : অস্ট্রেলিয়া আবিষ্কার করেন কে ?
উত্তর: উইলিয়াম জ্যাকসন
২/প্রশ্ন: গ্রীনল্যাণ্ড আবিষ্কার করেন কে?
উত্তর: এরিক দি রেড ভাইকিং
৩/প্রশ্ন: পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ আবিষ্কার করেন কে ?
উত্তর: কলম্বাস
৪/প্রশ্ন: আমেরিকা আবিষ্কার করেন কে ?
উত্তর: ইতালীর নাবিক কলম্বাস
৫/প্রশ্ন: দক্ষিণ মেরু আবিষ্কার করেন কে ?
উত্তর: ব্রমাণ্ড সেন
৬/প্রশ্ন: উত্তর মেরু আবিষ্কার করেন কে ?
উত্তর: রর্বাট পিয়েরে
৭/প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন ?
উত্তর: জনাকো তাবেই
৮/প্রশ্ন:সৌরজগত সর্বপ্রথম আবিষ্কার করেন কে ?
উত্তর: কোপারনিকাস
৯/প্রশ্ন: কোন দেশের ৩ টি রাজধানী ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা (প্রিটোরিয়া,কেপটাউন,ব্লমফনটেন)
১০/পৃথিবীর সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
উত্তর: সুইজারল্যান্ড
১১/প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
উত্তর: ইন্দোনেশিয়া (১৩৫০০টি)
১২/প্রশ্ন:সবচেয়ে সরু দেশ কোনটি ?
উত্তর: চিলি
১৩/প্রশ্ন: পৃথিবীর সর্ব দক্ষিণের শহর কোনটি ?
উত্তর: পুণ্টা আরেনাস (চিলি)
১৪/পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তর : চাইনিজ মান্দারিন ভাষায়

No comments:

Post a Comment

Popular Posts