শিক্ষক : আমি যা জিজ্ঞেস করবো
ভালোমতো উত্তর দেবে , বলো --
‘খিদে লাগছে, ভাত দাও’—এটা কী
ধরনের বাক্য?
ছাত্র : এটা অনুরোধমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : কী বললে এটা?
ছাত্র : এটা প্রশ্নমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : বেয়াদবি করবে না।
ছাত্র : এটা উপদেশমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : থামো! থামাও এসব।
ছাত্র : এটা আদেশমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : তুমি একটা অসভ্য ছেলে।
ছাত্র : এটা মন্তব্যমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : ক্লাস থেকে বের হয়ে যাও।
ছাত্র : এটা নির্দেশমূলক বাক্য,
স্যার।
শিক্ষক : এ কী রকম ছেলে রে বাবা!
ছাত্র : এটা বিস্ময়মূলক বাক্য,
স্যার।
শিক্ষক : ও প্রভু, এই ছেলেকে
ক্ষমা করো।
ছাত্র : এটা প্রার্থনামূলক বাক্য,
স্যার।
শিক্ষক : আমি ক্লাস থেকে বেরিয়ে
গেলাম।
,
,
ছাত্র : এটা আনন্দমূলক বাক্য,
স্যার।
Sunday, 8 April 2018
শিক্ষক ও ছাত্রের মাঝে কথোপকথন
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment