Wednesday 11 April 2018

কাকাতুয়া

এক গুরুদেব এসেছেন তার শিষ্যর বাড়ি । শিষ্য দরজা খুলে দিলে গুরুদেব প্রবেশ করলেন । এমন সময় পাশ থেকে  কে বলে উঠল “ এটা আবার কোন বোকাচোদা ?“
গুরুদেব ঘার ঘুড়িয়ে দেখলেন খাঁচা থেকে  এক কাকাতুয়া এটা বলল । তিনি খুব রেগে গেলেন এবং শিষ্যকে বললেন “ তোমার বাড়িতে আমি জল স্পরশ করব না — কারন তুমি অবলার বোল দিয়েছ খুব ভালো ।  কিন্তু মারজিত ভাষা দিতে পারোনি” । অনেক আকুতি করার পর গুরুদেব বলেন  “ যদি ওকে হরি নাম শেখাতে পারো সে দিন আমি আসব “ ।
কিছুদিন পরে গুরুদেব আবার এলেন এবং দেখলেন পাখি চুপকরে বসে আছে এবং তার দু- পায়ে দুটো সুতো বাঁধা আছে । বাঁ পায়ের সুতো টান দিতে   পাখি বলল — হরে কৃষ্ণ হরে কৃষ্ণ —কৃষ্ণ কূষ্ণ হরে হরে । । ডান পায়ের সুতো টান দিতেই পাখি বলল—হরে রাম হরে রাম— রাম রাম হরে হরে । গুরুদেব খুশী হলেন এবং কৌতূহল বসত দুটো সুতোই টেনে দিলেন। তখন পাখি বলল — খানকির ছেলে পড়ে যাব তো রে । । । । । । । । । ।😝😝😝😝😝

No comments:

Post a Comment

Popular Posts