প্রথমতঃ--কুয়োর মধ্যে পর্যাপ্ত খাদ্য- পানীয় পৌঁছে দিতে হবে।। যাতে মানুষটি ওখানেই বেঁচে থাকতে পারে।।
দ্বিতীয়তঃ-- একটা শক্তপোক্ত দড়ি ঝুলিয়ে দিয়ে,, মানুষটিকে কুয়োর বাইরে বের করে আনতে হবে।। যাতে সে নিজের বাঁচার রসদ নিজেই তৈরী করে নিতে পারে।।
প্রথম পথটির নাম হলো - Welfare অথবা কল্যাণ,, দ্বিতীয় পথটির নাম হলো,, Development বা উন্নয়ন।।
আমরা কল্যাণ এবং উন্নয়নের মধ্যে তফাৎ-টুকু যথাযথভাবে বুঝে উঠতে পারি না।। মোদ্দা কথা হলে,, আমাদের রাজনৈতিক নেতারা আমাদের বুঝতে দেন না।।
যে কোনো শাসকের উচিত Development করা,, অথচ,, আমাদের শাসক আমাদের জন্য Welfare করে থাকে।।
Welfare প্রয়োজন হয়,, প্রতিবন্ধী মানুষের,, আমরা সুস্থ-সামর্থ্য,, আমাদের প্রয়োজন Development...
আমরা welfare কে Development ভেবে নিজেরাই নিজেদের প্রতিবন্ধী করে তুলেছি।।
আমরা দুই টাকা চাল, মাথা হেঁট করে খেয়ে গুণগান করতে অভ্যস্থ হয়ে পড়েছি...
**কিন্তু আমাদের উচিত ছিলো যথাযথ ইনকাম করে ৬৫ টাকা কেজি চাল কিনে মাথা উঁচু করে বেঁচে থাকা।।
এটা আমরা বুঝতেই পারছি না।।
আমাদের বুঝতে দেওয়া হচ্ছে না।।
No comments:
Post a Comment