1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে I
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I
উঃ) হিমাচল প্রদেশ I
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I
16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন I
ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red) I
18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা I
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি I
20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ I
21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I
22. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?
উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I
23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I
24. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I
25. Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?
উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
Wednesday, 11 April 2018
সাধারণ জ্ঞান - 5
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ভারতীয় বিমানের ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি। কিন্তু বাচ্চাটা ২ মি...
-
পলাশ রোজ প্রচুর মদ খায়। তারপর মাতাল অবস্থায় মন্দিরে যায়। মন্দিরে একটা শিবঠাকুরের মূর্তি আছে। তার সামনে বসে খানিকক্ষণ পুজো করে; তারপর চলে ...
-
এক ইঞ্জিনিয়ার কিছুতেই ভালো একটা চাকরি পেল না, তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল – "৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান চিকিৎ...
-
লাইফস্টাইল একটু সহজ সরল রাখুন। নিজেদের আশপাশ অতিরিক্ত আড়ম্বরে মুড়ে ফেলবেন না। হাতে টাকা এলেই লোক দেখিয়ে খরচা করে নিজেকে কেউকেটা দেখাতে যা...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
চমৎকার= চুদে মুতে একাকার (লেজে গোবরে সমাস ) তমাল= তোমার গুদে আমার মাল (ডোনেশন সমাস) হলুদ=হল হলে গুদ (সহজগন্তব্য সমাস) মাধ্যমিক= মামীর ...
-
রোববার দুপুরবেলা আমাদের বাপ্পাদা বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো। এমন সময় এক ভিখিরি এসে বললো, "বাবা, তোমার প্রতিবেশী আমাকে পু...
-
এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল। লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কা...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
ছেলেঃ বাবা, বড়ভাইয়া তো দরজা খুলছে না! বাবাঃ খুলবে খুলবে, কাল রাতে তোমার ভাইয়ার বাসর রাত ছিল তো, ক্লান্ত তাই এখনও দরজা খুলছে না। ছেলেঃ ঠিক ...
No comments:
Post a Comment