পচা একটা Cheque নিয়ে ব্যাঙ্কে গেল জমা করার জন্য —
পচা — স্যার আমার এই চেক্’টা clearance হতে কতদিন লাগবে ?
ব্যাঙ্ক ম্যানেজার — ৩/৪ দিন মত লাগবে ।
পচা — স্যার ব্যাঙ্ক দুটো তো খুব কাছাকাছি, তাহলে এত সময় লাগবে কেন ?
ব্যাঙ্ক ম্যানেজার — কিছু Process থাকে সেইজন্য একটু সময় লাগে ।
পচা — স্যার ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাঙ্ক হওয়া সত্ত্বেও .......
ব্যাঙ্ক ম্যানেজার — বুঝলে না ? তাহলে শোনো — ধর তোমার মোটর সাইকেল এ্যাক্সিডেন্ট হয়ে তুমি শ্মশানের কাছে মারা গেলে, তাহলে কি লোকজন তোমাকে সঙ্গে সঙ্গে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবে ? না কি প্রথমে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, তুমি মারা গিয়েছো কিনা তা পরীক্ষা করে দেখবে, পুলিশ রিপোর্ট হবে, পোষ্ট মর্টেম হবে, তোমার বডি বাড়িতে নিয়ে যাওয়া হবে, কান্নাকাটি হবে তারপর শ্মশানে আনা হবে ? বল কোন টা ?
পচা — স্যার এত ভয়ানক উদাহরণ দিচ্ছেন কেন ? আমি এক সপ্তাহ পরেই না হয় আসবো!!
Tuesday, 24 April 2018
খুব কাছাকাছি
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment