Tuesday 10 April 2018

উদ্ভিদ

১. প্রশ্ন : রূপান্তরিত মূল
কোনটি?
উত্তর : মিষ্টি আলু।
২. প্রশ্ন : পাউরুটি ফোলানোর
জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ
ব্যবহৃত হয়?
উত্তর : ঈস্ট।
৩. প্রশ্ন : বাংলাদেশের
জাতীয় ফল কী?
উত্তর : কাঁঠাল।
৪. প্রশ্ন : বীজের অঙ্কুরোদগমের
জন্য অত্যাবশ্যকীয় উপাদান
কোনটি?
উত্তর : পানি-তাপ-বায়ু।
৫. প্রশ্ন : পাঁচটি গর্ভপত্র রয়েছে
কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর : জবা।
৬. প্রশ্ন : ব্যাঙের ছাতা এক
ধরনের-
উত্তর : ছত্রাক জাতীয় উদ্ভিদ
৭. প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস-
উত্তর : বাঁশ।
৮. প্রশ্ন : সয়াবিন কি জাতীয়
শস্য?
উত্তর : তেল জাতীয়।
৯. প্রশ্ন : পুষ্পপত্র বিন্যাস কয়
প্রকার?
উত্তর : তিন প্রকার।
১০. প্রশ্ন : কোনটি অপুষ্পক
উদ্ভিদ?
উত্তর : ব্যাঙের ছাতা।
১১. প্রশ্ন : মাটিতে
নাইট্রোজেনের ঘাটতি থাকলে
উদ্ভিদ কেমন দেখায়?
উত্তর : পাতা হলুদ দেখায়।
১২. প্রশ্ন : কোন খনিজ লবণের
অভাবে গাছের পাতা ও ফুল ঝরে
পড়ে?
উত্তর : ফসফরাস।
১৩. প্রশ্ন : কীসের অভাবে
ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
উত্তর : সালফার।
১৪. প্রশ্ন : ক্লোরোফিলের মধ্য
কোন ধাতব আয়ন আছে?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৫. প্রশ্ন : গ্রিন হাউসে গাছ
লাগানো হয় কেন?
উত্তর : অত্যাধিক ঠান্ডা থেকে
রক্ষার জন্য।
১৬. প্রশ্ন : পাতা পীতবর্ণ ধারণ
করে কীসের অভাবে?
উত্তর : নাইট্রোজেনের।
১৭. প্রশ্ন : ক্লোরোফিল অণুর
উপাদান কী?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৮. প্রশ্ন : গাছের
খাদ্যতালিকায় আছে-
উত্তর : N, P, K, S & Zn.
১৯. প্রশ্ন : কীসের অভাবে একটি
পাতা ফ্যাকাশে রঙের হতে
পারে?
উত্তর : ম্যাগনেসিয়াম এবং লৌহ।
২০. প্রশ্ন : উদ্ভিদ কোন মৌলিক
উপাদান মাটি থেকে বেশি
পরিমাণে গ্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন

No comments:

Post a Comment

Popular Posts