Tuesday 10 April 2018

ভারতীয় রেল

🔴 ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে - ১৮৩২ সালে
🔵 ১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল মুম্বাই ও থানের মধ্যে ৪০০ জন যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে
🔴 ৩ টি ইঞ্জিনের সাহায্যে প্রায় ৩৪ কিমি পথ অতিক্রম করেছিল ইঞ্জিন ৩ টের নাম - সাহিব, সিন্ধ ও সুলতান
🔵 স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী - জন মাথাই
🔴 ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা আগের দেশগুলি হল - আমেরিকা, চীন ও রাশিয়া
🔵 ভারতীয় রেলের "জনক" - লর্ড ডালহৌসি
🔴 পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন- আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]
🔴 রেলের বৈদুতিককরণে ভারতীয় রেল পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে (রাশিয়া প্রথম)
🔵 সবথেকে কম রেলপথ যুক্ত রাজ্য - মণিপুর
🔴 সবথেকে বেশি রেলপথ যুক্ত রাজ্য - উত্তর প্রদেশ
🔵 ভারতীয় রেলের ম্যাসকট - ভোলু দ্য গার্ড (২০০২)
🔴 সর্বাধিক টানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশন - নরদান রেলওয়ের কালকা সিমলা ডিভিশন (১০৩ টি)
🔵 ভারতের বৃহত্তম রেলওয়ে জোন - নরদান রেলওয়ে
🔴 প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় - মুম্বাই থেকে কুরলার মধ্যে
🔵 প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় - ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে
🔴 এশিয়ার বৃহত্তম " সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম " - পশ্চিমবংগের খড়্গপুরে
🔵 প্রথম কম্পিউটার চালিত রিজার্ভেশন চালু হয় - নতুন দিল্লী (২০০২)
🔴 ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চলে - মুম্বাই (২০১৭ সালের ২৫ ডিসেম্বর)
🔵 পশ্চিম মেদিনীপুর এর " হিজলি ষ্টেশন " পশ্চিম বংগের প্রথম মহিলা চালিত ষ্টেশন
🔴 ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য - প্রায় ১,১৫,০০০ কিমি
🔵 ভারতীয় রেলের হেড কোয়ার্টার - নিউ দিল্লি
🔴 ভারতে মোট রেলষ্টেশন আছে - প্রায় ৮০০০-৮৫০০ টি
🔵 প্রথম রেলওয়ে টানেল হয় - মুম্বাইয়ের পার্সিক টানেল
🔴 ভারতের "দীর্ঘতম নামের" স্টেশনের নাম - ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন
🔵 ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা চালু হয় - ১৮৯১ সালে [প্রথম শ্রেনী ] , ১৯০৭ সালে [ অন্যান্য শ্রেনী]
🔴 ভারতের উচ্চতম রেলস্টেশন - পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ ৭৪০৭ ফুট উচ্চতায় ]
🔵 সর্বাধিক দুরত্ব অতিক্রম করে - বিবেক এক্সপ্রেস [ ৪২৭৩ কিমি ] , ডিব্রুগড় থেকে কন্যাকুমারী
🔴 সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে - মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি [ ৩কিমি ]
🔵 ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম - উত্তরপ্রদেশের গোরক্ষপুর [ ১৩৬৬.৩৩মিটার]
🔴 ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ - ইন্দাপল্লি রেলওয়ে ষ্টেশন থেকে আইসিটিটি মধ্যস্তিত ব্রীজ [ ৪.৬২ কিমি ]
🔵 রেলওয়ে বোর্ড গঠিত হয় - ১৯০৫ সালে
🔴 ভারতের প্রথম রেল কোম্পানী - ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত - গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী
🔵 ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী - মমতা ব্যানার্জি [ ১৩ই অক্টোবর ১৯৯৯ সালে ]
🔴 ভারতের প্রথম মনোরেল চালু হয় - ২০১৪ সালে ২রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে
🔵 সবথেকে পুরানো রেল ইঞ্জিন - ফেয়ারী কুইন [ রানী ] ১৮৫৫ সালের
🔴 ভারতে প্রথম মহিলা স্পেশাল ট্রেন চালু হয় - পশ্চিম রেলে চার্চ গেট ও ভিরার মধ্যে [ পৃথিবীতে সপ্তম মহিলা ট্রেন এটি ]
🔵 প্রথম রেলওয়ে ব্রীজ করা হয় - ১৮৫৪ সালে মুম্বাই-থানে রুটে 'ধাপুরিয়া ভায়াডাক্ট' ব্রীজ

১. কোন বয়সের পুরুষরা সিনিয়র সিটিজেন হিসেবে টিকিটে ছাড় পায় ?
উত্তরঃ 60 বছর
২. কোন বয়সের মহিলারা সিনিয়র সিটিজেন হিসেবে টিকিটে ছাড় পায় ?
উত্তরঃ 58 বছর
৩. শিশুদের কত বছর পর্যন্ত টিকিটে ভাড়া লাগে না ?
উত্তরঃ ৫ বছর
৪. কত বছর বয়স পর্যন্ত শিশুদের হাফ টিকিট লাগে ?
উত্তরঃ 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত
৫. শিক্ষামূলক ভ্রমণের জন্য টিকিটে কত শতাংশ ছাড় পাওয়া যায় ?
উত্তরঃ 25 শতাংশ
৬. রেল সপ্তাহ পালিত হয় কোন সময় ?
উত্তরঃ প্রতিবছর 10 -16 এপ্রিল । কারণ ভারতীয় রেল প্রথম যাত্রা শুরু করে 16 এপ্রিল ১৮৫৩
৭. ট্রেনে অবৈধভাবে এলাম টানলে কত টাকা ফাইন দিতে হয় ?
উত্তরঃ 500 টাকা
৮. সুপার লাক্সারি টেন ' মহারাজা এক্সপ্রেস ' কোথা থেকে কোথায় চলে ?
উত্তরঃ কলকাতা থেকে দিল্লী
৯. ভারতীয় রেলের কাকে ব্ল-চিপ বলা হয়
উত্তরঃ দক্ষিণ পূর্ব রেলওয়ে
১০. ভারতীয় রেলে লাইফ লাইন এক্সপ্রেস কি
উত্তরঃ চলমান রেলওয়ে হসপিটাল

No comments:

Post a Comment

Popular Posts