প্রশ্ন:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল /কেজি K ।
প্রশ্ন:- 1 সেলসিয়াস ডিগ্রী = কত ফারেনহাইট ডিগ্রী ?
উত্তর:- 1 সেলসিয়াস ডিগ্রী =9595ফারেনহাইট ডিগ্রী ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল / K বা জুল/ oC ।
প্রশ্ন:- 20oC তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:- 0oC তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0oC তাপমাত্রা 1 গ্রাম জল পাওয়া যায় । অর্থাৎ, চূড়ান্ত তাপমাত্রা 0oC হবে ।
প্রশ্ন:- কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
উত্তর:- জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ।
প্রশ্ন:- তাপ মাপার স্কেল দুটি কী কী ?
উত্তর:- তাপ মাপার স্কেল দুটি হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ।
প্রশ্ন:- বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত ?
উত্তর:- CGS এবং SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি / গ্রাম oC এবং 42000 জুল/কেজি কেলভিন ।
প্রশ্ন:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত ?
উত্তর:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ = বস্তুর ভর x বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ x উষ্ণতা বৃদ্ধি ।
প্রশ্ন:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0oC এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100oC ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32oF এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212oF ।
প্রশ্ন:- থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝায় ?
উত্তর:- থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর = ঊর্ধ্বস্থিরাঙ্ক - নিম্নস্থিরাঙ্ক = 212oF - 32oF = 180oF ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপের একক হল জুল ।
প্রশ্ন:- ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?
উত্তর:- যে-কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদানপ্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে অথবা তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়
Wednesday, 11 April 2018
বিজ্ঞান - 2
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
-
-"মা, চারটে বেজে গেছে। তুমি রেডি তো ?" গাড়ির চাবিটা নিতে নিতে বললো রোহিত। -"হ্যাঁ। দাঁড়া, জুতোটা পড়ি।" বৌমা সুস্মিতা ...
-
সখিনাঃ তোমার স্বামী প্রতিদিনই দেখি ঠিক ৯টার সময় বাসায় ফেরে। আমার স্বামী তো পারলে বাসায়ই ফেরে না। কিন্তু তোমার স্বামী আসে, রহস্য কি? * * * *...
-
ঘোষ বাবুর বউ বোস বাবুর বউকে বলছেন : "আমাদের ঘোষে ঘোষে হয় না ,আপনাদের হয়?" বোস বাবুর বউ উত্তর দিচ্ছেন, "হ্যা দিদি,আমাদের বো...
-
কোনো গাধাকে খুঁটোর সঙ্গে বেঁধে রাখলে,, গাধাটি মেজাজ হারিয়ে,, খুঁটো উপড়ে নিয়ে,, কোথাও পালিয়ে যেতে পারে।। এমন ঘটনার হাত থেকে নিস্তার পেতে,, ব...
-
বাবা ছেলের সঙ্গে দেখা করতে তার হোস্টেলে গেল। সেখানে ছেলের সাথে একটা সুন্দরী মেয়েও ছিল...।। বাবাঃ তোর সাথে এই মেয়েটা কে....?? ছেলেঃ বাবা, ও...
-
শুনেছি কানাডিয়ানরা নাকি সবথেকে বিনয়ী জাতি, মানে তাদের কথায় কথায় নাকি "সরি" বলার অভ্যেস, কাউকে দুঃখ দিয়ে বা Rudely কথা নাকি বলেননা ...
-
একটা লোক পুরো বেহেড মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরে বেহদ্দ মাতালের সাথে। প্রথম মাতাল আকাশের দিকে ত...
-
📢 _Teacher: How much is 2+2? _Student: 9.50_ _Teacher: How on the earth is that possible? _Student: 2+2 = 4 + Vat + Service tax + Higher Ed...
No comments:
Post a Comment