প্রশ্ন:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল /কেজি K ।
প্রশ্ন:- 1 সেলসিয়াস ডিগ্রী = কত ফারেনহাইট ডিগ্রী ?
উত্তর:- 1 সেলসিয়াস ডিগ্রী =9595ফারেনহাইট ডিগ্রী ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল / K বা জুল/ oC ।
প্রশ্ন:- 20oC তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:- 0oC তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0oC তাপমাত্রা 1 গ্রাম জল পাওয়া যায় । অর্থাৎ, চূড়ান্ত তাপমাত্রা 0oC হবে ।
প্রশ্ন:- কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
উত্তর:- জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ।
প্রশ্ন:- তাপ মাপার স্কেল দুটি কী কী ?
উত্তর:- তাপ মাপার স্কেল দুটি হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ।
প্রশ্ন:- বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত ?
উত্তর:- CGS এবং SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি / গ্রাম oC এবং 42000 জুল/কেজি কেলভিন ।
প্রশ্ন:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত ?
উত্তর:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ = বস্তুর ভর x বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ x উষ্ণতা বৃদ্ধি ।
প্রশ্ন:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0oC এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100oC ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32oF এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212oF ।
প্রশ্ন:- থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝায় ?
উত্তর:- থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর = ঊর্ধ্বস্থিরাঙ্ক - নিম্নস্থিরাঙ্ক = 212oF - 32oF = 180oF ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপের একক হল জুল ।
প্রশ্ন:- ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?
উত্তর:- যে-কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদানপ্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে অথবা তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়
Wednesday, 11 April 2018
বিজ্ঞান - 2
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
মেয়েঃ এই শুনো জান তুমি ঐটা উঠাও না??? ছেলেঃ কোনটা? ?? মেয়েঃ তুমি কোনো কিছু বুঝো না..কোনটার কথা বলতেছি??? ছেলেঃ আমি আসলেই বুঝতেছি না..তুমি...
-
স্বামী- সারাদিন TV তে এত রান্নার শো দেখো, একটা রান্নাও ঠিক-ঠাক করতে পার না? স্ত্রী- আচ্ছা....😡😡.... তুমিও তো সারাক্...
-
চম্পা বউদি - এই যে শুনছো? গতবারের দোলের ঘটনা মনে আছে তো? এবারে ওরকম করলে ঝেঁটিয়ে দোল খেলা ছুটিয়ে দেবো কিন্তু... বিজনদা - গত বারে !!! চম্প...
-
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ...
-
*English Language is FULL of contradictions* so much so: *1) Found Missing* *2) Open Secret* *3) Small Crowd* *4) Act Naturally* *5) C...
-
এক ইঞ্জিনিয়ার কিছুতেই ভালো একটা চাকরি পেল না, তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল – "৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান চিকিৎ...
-
একটা ঘরে আপনার স্ত্রীকে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দিন। 😀 আর একটা ঘরে আপনার পোষা কুকুরটাকে ঢুকিয়ে তালা দিয়ে দিন। 😀 ২/৩ ঘন্টা পর দুটো ঘর খ...
-
📢 _Teacher: How much is 2+2? _Student: 9.50_ _Teacher: How on the earth is that possible? _Student: 2+2 = 4 + Vat + Service tax + Higher Ed...
-
Sunil Gavaskar recently went on an Australia tour where he was invited for the screening of an Australian movie named "Gavaskar" H...
-
স্ত্রী - আপনি সিগারেট খান? স্বামী – হুম খাই! স্ত্রী - কয়টা খান? স্বামী- দৈনিক ৫টা খাই! স্ত্রী - কত টাকা করে.? স্বামী - ১২ টাকা। স্ত্রী - কয...
No comments:
Post a Comment