Wednesday 11 April 2018

বিজ্ঞান - 2

প্রশ্ন:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল জুল /কেজি K ।
প্রশ্ন:- 1 সেলসিয়াস ডিগ্রী = কত ফারেনহাইট ডিগ্রী ?
উত্তর:- 1 সেলসিয়াস ডিগ্রী =9595ফারেনহাইট ডিগ্রী ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল / K বা জুল/ oC ।
প্রশ্ন:- 20oC তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উত্তর:- 0oC তাপমাত্রার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে 0oC তাপমাত্রা 1 গ্রাম জল পাওয়া যায় । অর্থাৎ, চূড়ান্ত তাপমাত্রা 0oC হবে ।
প্রশ্ন:- কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
উত্তর:- জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ।
প্রশ্ন:- তাপ মাপার স্কেল দুটি কী কী ?
উত্তর:- তাপ মাপার স্কেল দুটি হল সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ।
প্রশ্ন:- বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত ?
উত্তর:- CGS এবং SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যথাক্রমে 1 ক্যালোরি / গ্রাম oC এবং 42000 জুল/কেজি কেলভিন ।
প্রশ্ন:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত ?
উত্তর:- কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ = বস্তুর ভর x বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ x উষ্ণতা বৃদ্ধি ।
প্রশ্ন:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- উষ্ণতার সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0oC এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 100oC ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলি কী কী ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32oF এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212oF ।
প্রশ্ন:- থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলতে কী বোঝায় ?
উত্তর:- থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।
প্রশ্ন:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত ?
উত্তর:- ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর = ঊর্ধ্বস্থিরাঙ্ক - নিম্নস্থিরাঙ্ক = 212oF - 32oF = 180oF ।
প্রশ্ন:- SI পদ্ধতিতে তাপের একক কী ?
উত্তর:- SI পদ্ধতিতে তাপের একক হল জুল ।
প্রশ্ন:- ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?
উত্তর:- যে-কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদানপ্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে অথবা তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়

No comments:

Post a Comment

Popular Posts