Wednesday 11 April 2018

বিজ্ঞান - 3

1 মানব দেহের সবচেয়ে বড় অস্থির
নাম কি.?
—ফিমার।
2 মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির
নাম কি.?
—যকৃত।
3 মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও
দীর্ঘ অস্থি
কোনটি.?
—উরুর অস্থি।
4 রক্তে হিমোগ্লোবিন থাকে
কোথায়.?
—লোহিত রক্তকনিকায়।
5 রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে.?
—ল্যান্ড ষ্টেনার।
6 রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী
হয়.
---অস্থিমজ্জায়
7 সেলসিয়াস স্কেলে মানব দেহের
স্বাভাবিক
উষ্ণতা কত.?
—৩৬.৯ ডিগ্রী
8 মাদাম কুরী জন্মগ্রহণ করেন কত
সালে?
--- ৭ নভেম্বর ১৮৬৭
9 মাইটোসিস কোষ বিভাজনের
কোন ধাপে স্পিন্ডল
যন্ত্র সৃষ্টি হয়?
--- প্রো মেটাফেজ
10 জিনতত্তের জনক হলেন?
--- গ্রেগর জোহান মেন্ডেল

No comments:

Post a Comment

Popular Posts