Tuesday 10 April 2018

সাধারণ জ্ঞান - 4

১. জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয়
পদে অধিষ্ঠিত হননি?
উওরঃ মহাত্মা গান্ধী
-
২. ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
উওরঃ জার্মানি
-
৩. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উওরঃ ইয়াংসিকিয়াং
-
৪. যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী 'White
House Years' রচনা করেন?
উওরঃ হেনরি কিসিঞ্জার
-
৫. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
উওরঃ ফ্রান্স
-
৬. 'পঞ্চম ড্রাগনের' দেশ বলা হয় কোন দেশকে?
উওরঃ তাইওয়ান
-
৭. ঐতিহাসিক শহর ' গ্রান্ড বাসাম' কোথায়?
উওরঃ আইভেরিকোস্টে
-
৮. Carbon Tax চালু করেছে কোন দেশ?
উওরঃঅস্ট্রেলিয়া
-
৯. রাজপ্রসাদের নগর বলা হয় কোন দেশকে?
উওরঃ ভেনিস
-
১০. হিটলার কর্তৃক গঠিত পুলিশ বাহিনীর নাম কি?
উওরঃ গেস্টাপো

No comments:

Post a Comment

Popular Posts