একদিন
দুপুরবেলা বৌদি দেবরকে ডেকে পাঠালেন।
দেবর আসল.........
...বৌদি : দরজা বন্ধ কর।
দেবরের গলা শুকিয়ে গেল।
সে ভয়ে ভয়ে দরজা বন্ধ করল।
বৌদি : জানালা বন্ধ কর।
দেবরের পা কাঁপতে শুরু করল।
সে জানালা দিয়ে এদিকওদিক
দেখে ভয়ে ভয়ে জানালা বন্ধ করল।
বৌদি : লাইট off কর।
এবার দেবরের হাত পা ঘামতে শুরু
করল।সে
কাঁপতে কাঁপতে গিয়ে লাইট off করল।
বৌদি : কাছে আয়।
দেবরের এবার
সবকিছুই ঘামতে শুরু করল। দেবর
কাছে গেল।
ভাবী : অত দুরে কেন ? আরও
কাছে আয়।
এবারতো সব বাধ
ভেঙে গেল দেবরের।
সে আরো কাছে এল।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
বৌদি : দেখ তোর দাদা
আমাকে একটা নতুন
ঘড়ি কিনে দিয়েছে...... যাতে অন্ধকারে ও
আলো জ্বলে............
Saturday, 7 April 2018
বৌদি দেবর
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment