Thursday, 12 April 2018

বাপ্পা নামক গাধা

বাপ্পা গ্রামের স্কুলের গরীব ছাত্র। বুদ্ধি সুদ্ধি খুব কম। ক্লাসে কোনদিন পড়া পারে না!
পরীক্ষায় সব বিষয়ে ফেল করার পর প্রধান শিক্ষক ওর বাবাকে ডেকে বললেন, "এই গাধার দ্বারা পড়াশুনা কিছুই
হবে না! ওকে দিয়ে ছাগল চরান, কাজে আসবে!"
.
বাপ্পার বাবা অপমানিত হয়ে গ্রাম ছেড়ে সপরিবারে
শহরে চলে গেলেন।
তারপর অনেক বছর
কেটে গেছে। ............
.
সেই প্রধান শিক্ষক রিটায়ার করে এখন অশীতিপর
বৃদ্ধ! একদিন বৃদ্ধর হার্ট অ্যাটাক হল ! গ্রামের
লোক ওনাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করে
দিল। সেখানে হার্ট অপারেশন হল।
.
সেই বৃদ্ধ শিক্ষক I.C.U. তে জ্ঞান ফিরে পেয়ে দেখেন সামনে দাঁড়িয়ে হার্ট সার্জন। সার্জনকে দেখে বৃদ্ধ অবাক হয়ে চেয়ে রইলেন।...
.
( এই পর্য্যন্ত পড়ে যারা ভাবছেন যে, সেই সার্জন আসলে বাপ্পা যাকে চিনতে পেরে বৃদ্ধ শিক্ষক অবাক হয়ে গেছেন, তারা সবাই নিঃসন্দেহে পুরনো বাংলা সিনেমা আর টিভি সিরিয়ালের একনিষ্ঠ দর্শক। এর পর থেকে পড়ুন.... )
.
বৃদ্ধ অবাক হয়ে চেয়ে থাকতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সার্জন অবাক হয়ে পিছন ফিরে দেখেন হাসপাতালের ওয়ার্ড বয়
বাপ্পা ভিন্টিলেশনের প্লাগ খুলে তার মোবাইল চার্জ দিয়েছে...
.
"বাপ্পা যেমন গাধা ছিল , তেমনি গাধা রয়ে গেছে।"

No comments:

Post a Comment

Popular Posts