স্যার চাকরি টা আমি পাচ্ছি তো ?
কিন্তু এই পোস্টটি তো ফিজিক্যাল হ্যান্ডিকপক্ট দের জন্য ।
স্যার এইতো আমার সাটিফিকেট।
কিন্তু তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না ।
আসলে আমি যখন দেশের জন্য লড়াই করছিলাম তখন আমার ধনে গুলি লাগে এবং সেটি বাদ যায় ।
ও,,,, আচ্ছা আচ্ছা ঠিক আছে ।
তাহলে চাকরি টা পাকা তো ?
হ্যাঁ হ্যাঁ একদম পাকা । কাল থেকে দুপুর দুটোর পর চলে এস।
দুপুর দুটো কেন স্যার ? অফিস তো দশটা থেকে ?
সরকারি অফিসে দুটোর পরেই কাজ শুরু হয়।
সকাল থেকে যারা আসে তাদের কোনো কাজ থাকে না, তারা দুপুর পর্যন্ত বসে বসে ধন চুলকায় । কিন্তু তুমি আর কি চুলকাবে ? তাই দুটোর পরেই এস ।
Thursday, 12 April 2018
সরকারি চাকুরির ইন্টারভিউ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment