বস্তা বস্তা পাথর ফেলিয়া
সাগর বক্ষ জুড়ে
সেতু বাঁধি রাম হাজির হলেন
সোনার লঙ্কাপুরে ।
আসিয়া শোনেন রাবণের সাথে
সীতার বিবাহ স্থির
চক্ষু উঠিল চড়ক বৃক্ষে
বুক ফেটে চৌচির ।
অনেক খুঁজিয়া অশোক কাননে
আসিলেন রাজা রাম
সীতার জবাব শুনিয়া তাঁহার
ছুটিয়া যাইল ঘাম !
“ ব্যাটা মেনিমুখো , নামেই মরদ
লজ্জা-শরম নাই
কৈকেয়ী-টার অন্যায় দাবি
মানিয়া লইলে তাই !
বালি-রে বধিলে কাপুরুষ-সম
পিছু হতে মারি তীর
জানা আছে বাপু রামচন্দর
তুমি কতো বড় বীর !
এখান হইতে ফিরিয়া আমায়
আগুনে ফেলিবে চাঁদু
সাবধান মোরে করিয়া দিয়াছে
বুড়ো বাল্মিকী দাদু !
অগ্নিসাক্ষী রাখিয়া আমায়
খুব তো করিলে শাদি
ভাবিয়াছ কি ? জানকী তোমার
রাজমহলের বাঁদি ?
হোক না কালো , তবু রাবণের
পৌরুষ আছে ভারী
পড়িবেই প্রেমে আমার মতন
যৌবনবতী নারী !
বেশ করিয়াছি প্রেম করিয়াছি
রাবণের সাথে আমি
ডিভোর্স দিলাম তোমারে আজিকে
রাবণই আমার স্বামী । "
Saturday, 7 April 2018
সীতার বিবাহ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটা পড়া জরুরী বলে মনে করছি। ইন্ডিয়া তে হরলিক্স এ...
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
স্বাদ বদলের পোস্ট ****************** দেবদাসের মৃত্যুর পর পার্বতীর কী হয়েছিল? দেব-পারোর সেই গ্রাম স্মৃতি আঁকড়ে রেখেছে আজও ~~~...
No comments:
Post a Comment