বস্তা বস্তা পাথর ফেলিয়া
সাগর বক্ষ জুড়ে
সেতু বাঁধি রাম হাজির হলেন
সোনার লঙ্কাপুরে ।
আসিয়া শোনেন রাবণের সাথে
সীতার বিবাহ স্থির
চক্ষু উঠিল চড়ক বৃক্ষে
বুক ফেটে চৌচির ।
অনেক খুঁজিয়া অশোক কাননে
আসিলেন রাজা রাম
সীতার জবাব শুনিয়া তাঁহার
ছুটিয়া যাইল ঘাম !
“ ব্যাটা মেনিমুখো , নামেই মরদ
লজ্জা-শরম নাই
কৈকেয়ী-টার অন্যায় দাবি
মানিয়া লইলে তাই !
বালি-রে বধিলে কাপুরুষ-সম
পিছু হতে মারি তীর
জানা আছে বাপু রামচন্দর
তুমি কতো বড় বীর !
এখান হইতে ফিরিয়া আমায়
আগুনে ফেলিবে চাঁদু
সাবধান মোরে করিয়া দিয়াছে
বুড়ো বাল্মিকী দাদু !
অগ্নিসাক্ষী রাখিয়া আমায়
খুব তো করিলে শাদি
ভাবিয়াছ কি ? জানকী তোমার
রাজমহলের বাঁদি ?
হোক না কালো , তবু রাবণের
পৌরুষ আছে ভারী
পড়িবেই প্রেমে আমার মতন
যৌবনবতী নারী !
বেশ করিয়াছি প্রেম করিয়াছি
রাবণের সাথে আমি
ডিভোর্স দিলাম তোমারে আজিকে
রাবণই আমার স্বামী । "
Saturday, 7 April 2018
সীতার বিবাহ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
কোনও এক ইস্কুলের কর্তৃপক্ষের একদা মনে হয়েছিল, সমস্ত কাজ বাংলায় করতে হবে। এমনকি, রুটিনে মাস্টারমশাই, দিদিমণিদের নামের আদ্যাক্ষরও লেখা থাকবে...
-
ছোট্ট থেকে আসছি শুনে মহিষাসুর মেরেছিলি, সত্যি করে বল না মাগো সত্যি কি তা পেরেছিলি? সত্যি কি তোর ত্রিশূল খোঁচায় মহিষাসুর অক্কা ...
-
20 বছরের এক ছেলে 70 বছরের এক মহিলাকে বিয়ে করবার পর বাসরঘরে প্রবেশ করলো। সকালবেলা ছেলেটির লাশ পাওয়া গেল। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল...
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
পাঁচু দা বাড়িতে বসে তুলসীপাতা চিবোতে চিবোতে প্রার্থনা করছে, "হে ভগবান, রোগজ্বালা থেকে তুমি আমাদের রক্ষা করো"। তা দেখে ঘনাদা বললো, ...
-
প্রেম চলাকালীন সময়ে প্রেমিকা প্রেমিককে বলল, এত জোরে না সোনা , প্লিজ। আমার হার্ট দুর্বল। প্রেমিক আশ্বস্ত করল, ভয় পেও না, এটা অতদূর যাবে না। ...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
বল্টু প্রতিদিন একটা কাগজে, "হে আল্লাহ, আমায় এক লাখ টাকা দাও" লিখে গ্যাস বেলুনে বেঁধে আল্লাহর উদ্দেশ্যে আকাশে উড়িয়ে দেয় । পাশে...
-
ছোট্ট বাবুর ক্লাসে নতুন শিক্ষিকা মিস মিলি এসেছেন। তিনি প্রথমেই সকলের সঙ্গে পরিচিত হবেন। কাজেই বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, ‘ছোট...
-
*রসগোল্লা তো বাংলার! কিন্তু অনলাইনে রসগোল্লা অর্ডার করার হ্যাপাটা জানেন কি, পড়ুন এই জোকস* **আজকাল সব কিছুই অনলাইনে* বা ফোন করলেই পাওয়া যায়...
No comments:
Post a Comment