আমি কাঞ্চন মল্লিক । সবাই জানে আমার চেহারা কেমন।এক দিন আমি জানলা খুলে ব্যায়াম করছিলাম। পাশের ফ্ল্যাটে লাল টুকটুকে এক বৌদি তার জানলা দিয়ে আমাকে দেখছিল।আমি যেই তাকে দেখতে পাই তখনই বৌদি হেসে জানলাটা বন্ধ করে দিল।
পরের দিনে ব্যায়াম করতে গিয়ে দেখি একই ঘটনা।এই ভাবে সপ্তাহ খানেক চলতে থাকল।
এক সপ্তাহ পর।।।।।
দুপুরে...
বৌদি জানলা দিয়ে চেঁচিয়ে বলল : ঠাকুরপো একবার আমার ঘরে আসতে পারবে।
দুপুর বেলা মনটা চঞ্চল হয়ে উঠল।বৌদি এই সময় ডাকছে !! উৎসাহে লাফিয়ে জামাটা গায়ে দিয়ে বৌদি র কপাটে টক টক... ��
বৌদি : তুমি এসেছ!! বাঃ বাঃ !!
ঘরে ঢুকে দেখি একটি 3 বছরের বাচ্চা মেঝেতে বসে ভাত ছড়াচ্ছে।আর কেউ কোথায় নেই।
আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে... ��
বৌদি : তুমি যা যা পরে আছো, তা খুলে ফেলো তো...
এটা শুনে আমার গা দিয়ে ঘাম বের হতে লাগল।।����
বৌদি : কি হল তাড়াতাড়ি খোল, আর সহ্য করতে পারছি না।।।
কাঞ্চন : কিন্তু বাচ্চা আছে যে...!!! ��
বৌদি : থাক, তুমি খোল...
কাঞ্চন : ঠিক আছে।��
বলে আমি আমার জামা ও প্যান্ট খুললাম।।।।
বৌদি তার বাচ্চা কে দেখিয়ে বলল : এই দেখ্, না খেলে শরীরের অবস্থা কি হয়।
Saturday, 7 April 2018
না খেলে শরীরের অবস্থা কি হয়
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
-
-"মা, চারটে বেজে গেছে। তুমি রেডি তো ?" গাড়ির চাবিটা নিতে নিতে বললো রোহিত। -"হ্যাঁ। দাঁড়া, জুতোটা পড়ি।" বৌমা সুস্মিতা ...
-
সখিনাঃ তোমার স্বামী প্রতিদিনই দেখি ঠিক ৯টার সময় বাসায় ফেরে। আমার স্বামী তো পারলে বাসায়ই ফেরে না। কিন্তু তোমার স্বামী আসে, রহস্য কি? * * * *...
-
পাঁচু দা বাড়িতে বসে তুলসীপাতা চিবোতে চিবোতে প্রার্থনা করছে, "হে ভগবান, রোগজ্বালা থেকে তুমি আমাদের রক্ষা করো"। তা দেখে ঘনাদা বললো, ...
-
ঘোষ বাবুর বউ বোস বাবুর বউকে বলছেন : "আমাদের ঘোষে ঘোষে হয় না ,আপনাদের হয়?" বোস বাবুর বউ উত্তর দিচ্ছেন, "হ্যা দিদি,আমাদের বো...
-
কোনো গাধাকে খুঁটোর সঙ্গে বেঁধে রাখলে,, গাধাটি মেজাজ হারিয়ে,, খুঁটো উপড়ে নিয়ে,, কোথাও পালিয়ে যেতে পারে।। এমন ঘটনার হাত থেকে নিস্তার পেতে,, ব...
-
বাবা ছেলের সঙ্গে দেখা করতে তার হোস্টেলে গেল। সেখানে ছেলের সাথে একটা সুন্দরী মেয়েও ছিল...।। বাবাঃ তোর সাথে এই মেয়েটা কে....?? ছেলেঃ বাবা, ও...
-
শুনেছি কানাডিয়ানরা নাকি সবথেকে বিনয়ী জাতি, মানে তাদের কথায় কথায় নাকি "সরি" বলার অভ্যেস, কাউকে দুঃখ দিয়ে বা Rudely কথা নাকি বলেননা ...
-
একটা লোক পুরো বেহেড মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরে বেহদ্দ মাতালের সাথে। প্রথম মাতাল আকাশের দিকে ত...
No comments:
Post a Comment