Saturday 7 April 2018

আইনের ফাঁক আছে

এক জঙ্গলে পশু পাখিদের মধ্যে চরম
ঝগড়ার ফলে তারা দুই দলে বিভক্ত।
এক দলের দাবি কাঁঠাল পুংলিঙ্গ
আর আরেক দলের দাবি কাঁঠাল
স্ত্রী লিঙ্গ।
তো তারা গেলো শিয়াল পন্ডিতের
কাছে এর মিমাংসা করতে।
সব ঘটনা শুনে শিয়াল পন্ডিত
বললোঃ ‘আইন
অনুযায়ী কাঁঠাল তো পুংলিঙ্গ’।
.
প্রতিবাদী বানর বললোঃ ‘কিসের
আইন?’
.
শিয়াল পন্ডিত উত্তর
দিলোঃ ‘কাঁঠালের
বিচি আছে তাই কাঁঠাল হল
পুংলিঙ্গ’।
.
বানর ও কম চালাক না !!!
এবার বানর শিয়ালকে বোকা বানানোর
জন্য জিজ্ঞেস করলোঃ ‘আচ্ছা মামু
আইন
কোন লিঙ্গ?’
.
শিয়াল পন্ডিত বানরের
চালাকি বুঝতে পেরে মুচকি হেসে উত্তর
দিলঃ ‘ওহে ভাগিনা, আইন হল
স্ত্রী লিঙ্গ। কারন,
.
.
.
. .
.
.
.
.
. আইনেরও ফাঁক আছে!!

No comments:

Post a Comment

Popular Posts