এক জঙ্গলে পশু পাখিদের মধ্যে চরম
ঝগড়ার ফলে তারা দুই দলে বিভক্ত।
এক দলের দাবি কাঁঠাল পুংলিঙ্গ
আর আরেক দলের দাবি কাঁঠাল
স্ত্রী লিঙ্গ।
তো তারা গেলো শিয়াল পন্ডিতের
কাছে এর মিমাংসা করতে।
সব ঘটনা শুনে শিয়াল পন্ডিত
বললোঃ ‘আইন
অনুযায়ী কাঁঠাল তো পুংলিঙ্গ’।
.
প্রতিবাদী বানর বললোঃ ‘কিসের
আইন?’
.
শিয়াল পন্ডিত উত্তর
দিলোঃ ‘কাঁঠালের
বিচি আছে তাই কাঁঠাল হল
পুংলিঙ্গ’।
.
বানর ও কম চালাক না !!!
এবার বানর শিয়ালকে বোকা বানানোর
জন্য জিজ্ঞেস করলোঃ ‘আচ্ছা মামু
আইন
কোন লিঙ্গ?’
.
শিয়াল পন্ডিত বানরের
চালাকি বুঝতে পেরে মুচকি হেসে উত্তর
দিলঃ ‘ওহে ভাগিনা, আইন হল
স্ত্রী লিঙ্গ। কারন,
.
.
.
. .
.
.
.
.
. আইনেরও ফাঁক আছে!!
Saturday, 7 April 2018
আইনের ফাঁক আছে
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
No comments:
Post a Comment