Wednesday 11 April 2018

সাধারণ জ্ঞান - 7

**কোন আসিড কে "King of Acids" বলা হয়?
👉 সালফিউরিক আসিড (H2SO4)
**"কুমায়নি" কোন রাজ্যের লোকনৃত্য?
👉 উত্তরাঞ্চল
** ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
👉 টোকোফেরল
** ভারতের কোন রাজ্যকে 'টাইগার স্টেট' বলা হয়?
👉 মধ্যপ্রদেশ
** করবেটে ন্যাশনাল পার্ক " কোন রাজ্যে অবস্থিত ?
👉 উত্তরাখন্ড
** ক্লোরোফর্ম কে আবিষ্কার করে?
👉 সিম্পসন ও হ্যারিসন
** 'আদর্শ বিদ্যালয়' কোন রাজ্য সরকারের বংশ প্রকল্প?
👉 ওড়িশা
** কোন উপক্ষার মানুষের ররক্তচাপ কমাতে সাহায্য করে?
👉 রেসারপিন।
** চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যবিমা চালু করল, সেই প্রকল্পটির নাম কি ?
👉 স্বাস্থ্যসাথী
** পৃথিবীর প্রথম ট্রেনে হাসপাতাল খোলা হয় কোন ট্রেনে ?
👉 Lifeline Express ( মুম্বাইতে )
** কোন রাজ্য সরকার "যশ ভারতী পুরস্কার" প্রদান করে?
👉 উত্তরপ্রদেশ সরকার
** দাচিগামা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
👉 জম্মু ও কাশ্মীর
** বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?
👉 16ই অক্টোবর
** অন্ধ মানুষের পড়ানোর পদ্ধতিটির নাম কি?
👉 লুই ব্রেইল পদ্ধতি
** কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
👉 ভিটামিন A
** ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়?
👉 হরিয়ানা
**I.S.R.O এর পুরোনাম কি?
👉 Indian Space Research Organisation
** ট্যামিফ্লু' ঔষধটি কোন রোগে দেওয়া হয়?
👉 বার্ড ফ্লু
** নাইটিংগেল অব ইন্ডিয়া বলা হয়
কাকে?
👉 সরোজিনী নাইডু।
** ডটার অব দা ইস্ট বলা হয় কাকে?
👉 বেনজীর ভুট্টো।
** পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি?
👉 ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।
** সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?
👉 পাগ-মার্ক

No comments:

Post a Comment

Popular Posts