এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে ৫০ টাকা ধার নিয়ে ক'দিন পরে ৬০ টাকা ফেরৎ দেয়।
১ম বন্ধু: ৬০টাকা কিশের জন্য?
২য় বন্ধু: মণে নেই? সেদিন যে ধার নিলাম।
১ম বন্ধু: আমি তো ৫০ টাকা দিয়েছিলাম???
২য় বন্ধু: হ্যাঁ। তোর ওই ৫০ টাকা বাচ্চা দিয়েছিলো। তাই ১০টাকা বেশি দিলাম।.কয়েক দিন পর......
২য় বন্ধু: দোস্ত আমাকে ৫০০টাকা ধারদে plz. খুব দরকার।
১ম বন্ধু: (মণে মণে ভেবে ওর কাছে টাকাও বাচ্চা দেয়) আরে শুধু ৫০০ টাকা কেন,তোর জন্য আমার যা আছে সব দিতে পারি।এইনে ৫০০ টাকা।
২য় বন্ধু: tnx দোস্ত, তোর মত লোকই হয়না।...
মাস খানেক পর.....
১ম বন্ধু: কিরে দোস্ত, প্রায় এক মাস হলো, তুই যে আমার কাছ থেকে ৫০০ টাকা ধারনিলি, তা তো ফেরৎ দিলি না?
২য় বন্ধু: দোস্ত কি আর বলবো দুঃখের কথা। ওই ৫০০ টাকা, বা..বা...বা..বাচ্চা দিতে গিয়ে মারা গেছে। :-p :-p
Tuesday, 10 April 2018
টাকা বাচ্চা দিয়েছিলো
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
শিবরাম চক্রবর্তী একবার গামছা পরে জল তুলছেন এমন সময় এক ভদ্র মহিলা এসে বললেন "আপনি এত বড় বংশের ছেলে, আপনার বাবা এত বড় লোক, আপনি কি না...
-
এক বাইকার স্বামী থানায় গেছে অভিযোগ জানাতে। স্বামীঃ আমার বউ হারিয়ে গেছে, সে গতকাল শপিংয়ে বেরিয়ে এখনো ফেরেনি। অফিসারঃ বয়স? স্বামীঃ নিশ্চিত নই,...
-
-- "হ্যালো আপনি কি মিস্টার তলাপাত্র বলছেন?" -- "হ্যাঁ। কেন বলুন তো?" -- "আপনার ডেবিট কার্ডের ব্যাপারে কিছু তথ্য চ...
-
স্বাদ বদলের পোস্ট ****************** দেবদাসের মৃত্যুর পর পার্বতীর কী হয়েছিল? দেব-পারোর সেই গ্রাম স্মৃতি আঁকড়ে রেখেছে আজও ~~~...
No comments:
Post a Comment