বল্টু গেছে দোকানে বিষ কিনতে।
দোকানদার : ভাই
বিষ দিয়া কি করবেন..?
বল্টু : আত্মহত্যা করব।
দোকানদার : কেন ভাই..?
বল্টু : কিছু কিছু জিনিস আছে কাউকে
বোঝানো যায়
না।
দোকানদার : মানে..?
বল্টু : আজ সকালে আমি গরুর দুধ
দোহাচ্ছিলাম। হঠাৎকরে
গরুটা বাম পা দিয়ে লাথি মারতে লাগল।
আমি বাধ্য
হয়ে বাশের সাথে বাম পা বেধে
রাখলাম। এরপর গরুটা
ডান পা দিয়ে লাথি মারা শুরু করল। আমি
এবার গরুর ডান
পা ও বাশের সাথে শক্ত করে বাধলাম।
অবশেষে লেজ
দিয়ে বাড়ি মারতে লাগল। ভাবলাম
লেজটাও বেধে
রাখি। কিন্তু লেজ বাধার জন্য কিছু পেলাম
না।
শেষমেষ নিজের বেল্ট খুলে বাধতে
লাগলাম। বেল্ট
খোলার কারণে আমার প্যান্ট হঠাৎ করে
খুলে গেল। এমন
সময় আমার বউ গোয়ালে এসে আমাকে ঐ
অবস্থায়
দেখলো।
এখন আপনিই বলুন আমি আমার বউকে কি করে
তা
বোঝাব.??
বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে
গেছে। এ জীবন
আমি আর রাখতে চাইনা।
দোকানদার : ভাই কয় টাকার বিষ
লাগবে..???।।।
Saturday, 7 April 2018
আমি আর রাখতে চাইনা
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
একদা কোন এক সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সামসুর রহমান বসে আড্ডা দিচ্ছিলেন । আড্ডা দেওয়ার এক পর্...
-
-সোহিনী.. সত্যি করে বলো.. শপিং মলে সাথে ওই ছেলেটা কে ছিল?আমার বন্ধু কিন্তু দেখেছে..আমাকে ছবি তুলেও পাঠিয়েছে.. তুমি কিভাবে এমনটা করলে আমার সা...
-
-"মা, চারটে বেজে গেছে। তুমি রেডি তো ?" গাড়ির চাবিটা নিতে নিতে বললো রোহিত। -"হ্যাঁ। দাঁড়া, জুতোটা পড়ি।" বৌমা সুস্মিতা ...
-
সখিনাঃ তোমার স্বামী প্রতিদিনই দেখি ঠিক ৯টার সময় বাসায় ফেরে। আমার স্বামী তো পারলে বাসায়ই ফেরে না। কিন্তু তোমার স্বামী আসে, রহস্য কি? * * * *...
-
পাঁচু দা বাড়িতে বসে তুলসীপাতা চিবোতে চিবোতে প্রার্থনা করছে, "হে ভগবান, রোগজ্বালা থেকে তুমি আমাদের রক্ষা করো"। তা দেখে ঘনাদা বললো, ...
-
ঘোষ বাবুর বউ বোস বাবুর বউকে বলছেন : "আমাদের ঘোষে ঘোষে হয় না ,আপনাদের হয়?" বোস বাবুর বউ উত্তর দিচ্ছেন, "হ্যা দিদি,আমাদের বো...
-
কোনো গাধাকে খুঁটোর সঙ্গে বেঁধে রাখলে,, গাধাটি মেজাজ হারিয়ে,, খুঁটো উপড়ে নিয়ে,, কোথাও পালিয়ে যেতে পারে।। এমন ঘটনার হাত থেকে নিস্তার পেতে,, ব...
-
বাবা ছেলের সঙ্গে দেখা করতে তার হোস্টেলে গেল। সেখানে ছেলের সাথে একটা সুন্দরী মেয়েও ছিল...।। বাবাঃ তোর সাথে এই মেয়েটা কে....?? ছেলেঃ বাবা, ও...
-
শুনেছি কানাডিয়ানরা নাকি সবথেকে বিনয়ী জাতি, মানে তাদের কথায় কথায় নাকি "সরি" বলার অভ্যেস, কাউকে দুঃখ দিয়ে বা Rudely কথা নাকি বলেননা ...
-
একটা লোক পুরো বেহেড মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরে বেহদ্দ মাতালের সাথে। প্রথম মাতাল আকাশের দিকে ত...
No comments:
Post a Comment