মদন দার সদ্য বিয়ে হয়েছে; ফুলসজ্জ্যার
রাতের পরের দিন মুখ গোমড়া করে বসে আছে
। তা দেখে মদন দার বন্ধুরা খুব অবাক ,
ফুলসজ্জ্যার পরের দিনতো সব বিবাহিত পুরুষ
রাই খুশি থাকে, তাহলে কী মদনের কোন ত্রুটি
আছে , এইসব ভাবতে ভাব্তে বন্ধুরা কাছে এসে
জিগ্গেস করেই ফেললো, " কিরে মদন এত
চুপচাপ কেন , কিছু কী গড়বড় দেখা দিয়েছে ?"
মদন দা ," গড়বড় মানে একটু ভুল হয়ে গেছে ,
পুরনো অভ্যাসবশত সব কিছু হয়ে যাবার পর বৌ
এর হাতে একশ টাকা ধরিয়ে দিয়েছি"
" তাতে কী আর এমন গড়বড় ! তোর বৌ অতসব
বুঝবে না । ভাববে উপহার দিয়েছিস "।
" না রে ওই নিয়ে টেনসন নয় , টেনসন বৌ একশ
টাকা নিয়ে ত্রিশ টাকা ফেরৎ দিয়ে দিয়েছে"
Saturday, 7 April 2018
টাকা ফেরৎ
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটা পড়া জরুরী বলে মনে করছি। ইন্ডিয়া তে হরলিক্স এ...
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
-
স্বাদ বদলের পোস্ট ****************** দেবদাসের মৃত্যুর পর পার্বতীর কী হয়েছিল? দেব-পারোর সেই গ্রাম স্মৃতি আঁকড়ে রেখেছে আজও ~~~...
No comments:
Post a Comment