ছোট্ট নাতি আর তার দাদু বাড়ির বাগান সাফ্ করছে।
হঠাৎ নাতি দেখল একটা কেঁচো গর্ত থেকে বেরিয়ে আসছে। নাতি কেঁচোটা হাতে নি য়ে দাদুকে বলল:-"আমি এই কেঁচোটা আবার এই গর্তে ঢুকিয়ে দিতে পারি।"
দাদু:-"অসম্ভব! তুই যদি এটা পারিস, তবে আমি তোকে 50টাকা দেব।"
নাতি দৌড়ে বাড়ির ভেতর থেকে 1টা অজানা Spray-র can নিয়ে এল। তারপর ঐ কেঁচোটার ওপর ওটা spray করল। কেঁচোটা সঙ্গে সঙ্গে লোহার মত শক্ত হয়ে গেল।
নাতি তখন খুব সহজে কেঁচোটা গর্তে ঢুকিয়ে দাদুকে বলল:-"দেখলে তো? এবার 50টাকা দাও।"
দাদু তার নাতিকে টাকা দিয়ে spray-টা নিয়ে বাড়ি ঢুকে গেল। 1ঘন্টা পর বেরিয়ে এসে নাতির হাতে আরো 500টাকা দিল।
নাতি:-"তুমি তো already আমায় 50টাকা দিয়ে দিয়েছ। তাহলে এই 500টাকা কেন?"
দাদু:-"এটা তোর দিদিমা তোকে খুশি হয়ে দিয়েছে।"
Saturday, 7 April 2018
লোহার মত শক্ত
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটা পড়া জরুরী বলে মনে করছি। ইন্ডিয়া তে হরলিক্স এ...
-
আজ সকালে সোফায় বসে হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এল। চোখ বন্ধ করে ভাবতে বসলাম আমি কে? কোথা থেকে এলাম? কেন এলাম? কোথায় যাবো? ঠিক তখনই রান্নাঘর থেকে...
-
Holiday List for West Bengal Government Employees, 2023 Governor is pleased to declare that the days as specified at List-III may be observe...
No comments:
Post a Comment