Saturday, 31 March 2018

অনলাইন রসগোল্লা

*রসগোল্লা তো বাংলার! কিন্তু অনলাইনে রসগোল্লা অর্ডার করার হ্যাপাটা জানেন কি, পড়ুন এই জোকস*

**আজকাল সব কিছুই অনলাইনে* বা ফোন করলেই পাওয়া যায়।

সেদিন মিষ্টির দোকানে ফোন করলাম।....... ক্রিং ক্রিং*

- "নমস্কার, 'অন লাইন সুইটস'-এ স্বাগত। আপনার সন্দেশ দরকার হলে ১ টিপুন, রসগোল্লা হলে ২ টিপুন, দই লাগলে ৩ টিপুন, ভাজা মিষ্টি লাগলে ৪ টিপুন, অন্য কোন মিষ্টি লাগলে ৫ টিপুন'

আমার রসগোল্লা লাগত, আমি ১ টিপলাম।

- "ধন্যবাদ। নরম পাকের রসগোল্লার জন্য ১ টিপুন, কড়া পাকের জন্যে ২ টিপুন, অন্যান্য প্রকারের জন্যে ৩ টিপুন।

৩ টিপলাম।

- "ধন্যবাদ। বেকড রসগোল্লার জন্য ১ টিপুন, কফি রসগোল্লার জন্যে ২ টিপুন, কেশর রসগোল্লার জন্য ৩ টিপুন, সুগার ফ্রী রসগোল্লার জন্য ৪ টিপুন, স্পঞ্জ রসগোল্লার জন্যে ৫ টিপুন, রাজভোগ রসগোল্লার জন্যে ৬ টিপুন, মূল মেনুতে ফিরে যেতে ৯ টিপুন। 

উফফ। কি বিরক্তিকর। টিপলাম ১।

- "ধন্যবাদ। ১০ পিসের জন্য ১ টিপুন, ২০ পিসের জন্য ২ টিপুন, ৩০ পিসের জন্য ৩ টিপুন, ৫০ পিসের জন্য ৪ টিপুন, ১০০ পিসের জন্য ৫ টিপুন।

ভুল করে ৫ টেপা হয়ে গেল। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোনে কেটে দিলাম। পরমুহূর্তে ফোন বেজে উঠল।

....... ক্রিং ক্রিং*। - 'নমস্কার, অমুক সুইটস এ স্বাগত। আপনার মোবাইল থেকে ১০০ পিস রাজভোগ রসগোল্লার অর্ডার এসেছে, আপনার ঠিকানা বলুন।'

- কই, আমি তো অর্ডার দিই নি।

- 'আপনার এই ফোনে থেকে এসেছে, আপনার দাদা বা ভাই কেউ দিয়েছে।'

- আমি ও বললাম আজ্ঞে, আমরা ছয় ভাই। বড় ভাইয়ের জন্য ১ টিপুন, মেজ ভাইয়ের জন্য ২ টিপুন, সেজো ভাইয়ের জন্য ৩ টিপুন,  রাঙা ভাইয়ের ...

ফোন টা হঠাৎ কেটে গেল।।
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

No comments:

Post a Comment

Popular Posts