দৌপদীর জন্য জল আনতে গিয়ে চার ভাই অর্জুন, ভীম, নকুল ও সহদেব লাপাত্তা হয়ে গেল! বিরক্ত যুধিষ্ঠীর মুখটা ভেটকি মাছের মত করে নিকটস্থ সরোবরে গিয়ে দেখেন চারভাই-এর লাশ!
মাথায় আকাশ ভেঙে পড়ল শোকার্ত যুধিষ্ঠীরের। হঠাৎ দেখেন, এক ব্রাহ্মণ সামনে দাঁড়িয়ে আছেন। ব্রাহ্মণ জানালো সে আসলে এক যক্ষ। তার অনুমতি ছাড়া চার ভাই সরোবরের মিষ্টি জল পান করতে গেছিলেন বলে মৃত্যুমুখে পতিত হয়েছেন। ভাইদের প্রাণ ফিরে পেতে গেলে যক্ষের প্রশ্নের উত্তর দিয়ে তাঁকে সন্তুষ্ট করতে হবে। যুধিষ্ঠীর বাধ্য হয়ে যক্ষের প্রশ্নের উত্তর দিতে সম্মত হলেন।
যক্ষঃ *সূর্য অস্ত যায় কেন?*
যুধিষ্ঠীরঃ *সূর্য রাতে ঘরে না ফিরলে ওর বৌ ওকে বাটাম দিয়ে প্যাঁদাবে তাই!*
যক্ষঃ *স্বর্গের চেয়ে উঁচু কি?*
যুধিষ্ঠীরঃ *দু ছিলিম গাঁজা। খেলে স্বর্গ, মর্ত পাতালের তফাৎ পাওয়া যায় না!*
যক্ষঃ *মানুষের দেবত্ব লাভ কি প্রকারে হয়?*
যুধিষ্ঠীরঃ *বড়লোক শ্বশুর মশাই-এর একমাত্র কন্যাকে বিবাহ করার পর যদি শ্বশুরমশাই কন্যাসমেত পটলডাঙার টিকিট কনফার্ম করেন, তখন!*
যক্ষঃ *কার পরাজয় অসম্ভব?*
যুধিষ্ঠীরঃ *ঝগড়ায় নারীজাতির!*
যক্ষঃ *মগজের চেয়ে দ্রুত কি?*
যুধিষ্ঠীরঃ *সন্দেহ!*
যক্ষঃ *অসুস্থের বন্ধু কে?*
যুধিষ্ঠীরঃ *হাসপাতালগুলোর যা ছিরি, তাতে শ্মশানবন্ধুরাই আসল বন্ধু!*
যক্ষঃ *সুখী কে?*
যুধিষ্ঠীরঃ *যাদের হজমশক্তি বেশী, তারা!*
যক্ষঃ *কি ত্যাগ করলে মনুষ্য ধনলাভ করে?*
যুধিষ্ঠীরঃ *নীতি এবং আদর্শ!*
যুধিষ্ঠীরের উত্তর শুনে যক্ষ যারপরনাই সন্তুষ্ট হয়ে চারভায়ের জীবনদান করে বললেন, *হে রাজন্ তুমিই পারবে এই মহান ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে! তোমার বিংশ শতাব্দীতে পুনর্জন্ম হবে। প্রথমে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও আমার আশীর্বাদে কালক্রমে তুমি বিখ্যাত হয়ে এমনই মহাভারত গঠন করবে যা মানুষকে অবাক্ করে দেবে..🤔
No comments:
Post a Comment