Saturday 31 March 2018

একশটা বর

পচার কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান নেমে এলেন ।
ভগবান : বৎস, কি বর চাস বল?
পচা : স্যার, আমাকে একশটা বর দিন ।
ভ : সে হয়না, এটা ফিক্সড রেট । সবাই তিনটে করেই পায় ।
পচা নাছোড়বান্দা , একশটাই চাই নাহলে এত খাটাখাটনি বেকার । ভগবানও নারাজ, একজনকে দিলে সবাই চাইবে ।
অবশেষে পচা রাজি হল, কিন্তু শর্ত - যা চাইব তাই দিতে হবে । ভগবানও ‘আপন ধর্ম ছাড়া, পৌরুষ ছাড়া ...” গোছের caveat দিয়ে রাজি হয়ে গেলেন ।
পচা : আমার প্রথম বরে আপনার গদাটাকে লোহার সরু রড করে দিন ।
ভগ : (অবাক হয়ে) তথাস্তু ।
পচা : দ্বিতীয় ইচ্ছা, ঐ রডটা আপনার নিজের পেছনে ঢুকিয়ে দিন ।
ভগ : (বিস্ফারিত চক্ষু - কিন্তু নিরুপায় ) তথাস্তু ।
পচা : এবার বলুন স্যার, একশটা বর দেবেন? নাকি তৃতীয় বরে রডটাকে আবার গদা করে দেব ?..

No comments:

Post a Comment

Popular Posts