পলাশ রোজ প্রচুর মদ খায়। তারপর মাতাল অবস্থায় মন্দিরে যায়। মন্দিরে একটা শিবঠাকুরের মূর্তি আছে। তার সামনে বসে খানিকক্ষণ পুজো করে; তারপর চলে যায়।
মন্দিরের পুরোহিত রোজ পলাশকে লক্ষ করে। রোজ ভাবে, পলাশ এত মদ খেয়ে এসে পুজো করে, কিন্তু আদৌ সে হুঁশে থাকে তো! একদিন পরীক্ষা করার জন্যে পুরোহিত মশাই শিবের মূর্তি পাল্টে সেখানে একটি গণেশের মূর্তি বসিয়ে দিলেন!
যথারীতি পলাশ এল, পুজা অর্চনা করল; তারপর চলে যাওয়ার সময় হটাৎ মূর্তির দিকে তাকিয়ে বলে উঠল, "খোকা, বাবা এলে বলে দিও, কাকু এসেছিল সময় মত, কিন্তু তুমি ছিলে না তাই দেখা হল না!"
মরালঃ মদ্যপ-দের না জেনে অসন্মান করবেন না।
No comments:
Post a Comment