Friday, 30 March 2018

কামরায় সাপ আছে

শিয়ালদা থেকে দুই বন্ধু নর্থ বেঙ্গল যাবে। রিজার্ভেশন নেই, তাই জেনারেল কামরার টিকিট কেটেছে। কামরায় উঠে দেখল প্রচুর ভিড়। সঙ্গের মালপত্র রাখার জায়গা টুকুও নেই। দাঁড়াবার জায়গা তো দূরের কথা।  দুজনে চোখে চোখে কথা বলে নিয়ে চিৎকার শুরু করল, সাপ সাপ......  ওই যে সিটের নিচে ঢুকে পড়ল..... ওরে বাপরে.... বিষধর সাপ......

সঙ্গে সঙ্গে কামরায় হুড়োহুড়ি। কিছু লোক নেমে পড়ছে দেখে,  দুই বন্ধু সিট দখল করে, মালপত্র গুছিয়ে, চোখ-কান বুঁজিয়ে শুয়ে পড়ল।

এক ঘুমে মালদা।.....

সকালে ব্রাশ করে, চা খুঁজতে গিয়ে হোঁচট খেল। চাওয়ালাদের হাঁকডাক নেই ! চারদিকে কেমন নিস্তব্ধতা! বাইরেটাও অচেনা ! দূরে কয়েকজন রেল লাইনে কাজ করছিল।

বন্ধুদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল, দাদারা, এটা কোন স্টেশন ?

জবাব এল :  কামরায় সাপ আছে। তাই এই কামরা কেটে রেখে, অন্য কামরা জুড়ে,  ট্রেন রাতেই রওনা হয়ে গেছে..... এটা শিয়ালদা কারশেড......

No comments:

Post a Comment

Popular Posts