Friday 30 March 2018

পলাশীর যুদ্ধ

📌খড়কে কাঠিটা দিয়ে দাঁতের ফাক থেকে মাটনের কুচিটা বার করে..
বিছানায় পিঠের দিকে একটা বালিশ ঠেসান দিয়ে...বান্ডিল 🗞 খুলে টেস্ট পরীক্ষার খাতা দেখা শুরু করলেন ।।

*জগদম্বা মেমরিয়াল হাইস্কুলের*  ইতিহাসের টীচার *শ্রী গগনবিহারী চাকলাদার*।
.
আলগোছে একটা খাতা টেনে নিয়ে প্রথম পাতাটা খুললেন গগনবাবু।
.

প্রথম প্রশ্নটাই হচ্ছে *" পলাশীর যুদ্ধ সম্পর্কে যাহা জানো লিখ"*। .
.
প্রথম লাইনেই চমক। , লেখা শুরু হচ্ছে এভাবে,

_" তাপ্পর তো পচ্চন্ড যুদ্ধ শুরু হল। - পচুর লোক 'মার সালাদের' বলতে বলতে তলবার, তীর ধনুক নিয়ে খুব মারামারি করতে লাগল।_
_সে কি ব্যাপক মারামারি। কি রক্ত কি রক্ত।_ "
.

গগনবাবু একটু ঘাবড়ে গেলেন। কথা নেই বার্তা নেই, কে ,কার সঙ্গে , কেন লড়ছে , কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু পরীক্ষার খাতায় একটা ঘোর যুদ্ধ বেধে উঠেছে দেখা যাচ্ছে।
পাতা উল্টে গেলেন গগনবাবু।
.
দীর্ঘ দুই পাতা জুড়ে ওই একই গল্প।
.
_"যে যাকে পারচে ক্যালাচ্চে, উফ, সে কি মারামারি। সে মার মার কাট কাট ব্যাপার।_
_গেলো শুক্কুরবার বাঙালপাড়ার ছেলেগুলোকে উইকেট দিয়ে এরকম কেলিয়েছিলুম।_ _আমাদের হুলোকে মাচা বলেছিল। "_
.

গগনবাবু চমতকৃত হলেন। ভারী বলিষ্ঠ লেখক তথা লেখনী। সব দিক থেকেই।
পরের পাতাটাও পড়ে ফেললেন এক নিঃশ্বাসে। - মাঝে একবার

_"ওইতিহাসিক জর্জ বেকার লিকেচেন"_

দেখেও অনদেখা করে এগিয়ে গেছেন। ক্ষণেক্ষণে চমকিত হয়েছেন।
.
অনেকটা পড়ে ফেলার পর গগনবাবুর একটু মায়া হল।
.
ছোকরা কিছুই পড়ে আসেনি বোঝাই যাচ্ছে। যাই হোক, এতোটা লিখেছে, দশে হাফ কি দেবেন না? !
শেষ প্যারাগ্রাফে এসে কলম তুলে নিয়েছিলেন গগনবাবু,

কিন্তু লাস্ট লাইন টা পড়ে উনি স্তম্ভিত হয়ে গেলেন।
লাস্ট লাইনে লেখা,
_" প্রবল যুদ্ধ করে পলাশী ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলেন আর যুদ্ধও স্থগিত রইলো_- .
.
_আসছে বছর আবার হবে, বল শালা, পলাশী মাই কি জয় "!!!..._

🔚

*গগন বাবু এখনো কোমা তে আছে, জ্ঞান  ফেরেনি ।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment

Popular Posts