Friday, 30 March 2018

আপনার ছোট্ট সোনা

মনে করা যাক,  আপনারটা ৬ ইঞ্চি.. (প্রায়)
একবার ঢোকালেন বের করলেন, অতয়েব, ১২ ইঞ্চি পথ পরিক্রম করল আপনার ছোট্ট সোনাটা..
এবার একদিনে একঘন্টা করলে, ৪-৫ টা পোজে অন্তত ৫০ বার ঢোকাবেন এবং বের করবেন।

সুতরাং,  একদিনে আপনার ছোট্ট সোনাটা একদিনে একবারে (১২*৫০) =৬০০ ইঞ্চি পথ অতিক্রম করল।

এখন হপ্তায় ৪ দিন করে হলে, আর ৫২ হপ্তা অর্থাৎ একবছরে (৫২*৪)= ২০৮ বার হবে।

অর্থ্যাৎ একবছরে (২০৮* ৬০০) = ১২৪৮০০ ইঞ্চি পথ অতিক্রম করবে।

ঠাকুরে আশীর্বাদ এ আর আপনার ওনার মুড থাকলে যদি এটা ৩০ বছর কন্টিনিউ করেন,
তাহলে (১২৪৮০০*৩০)=৩৭৪৪০০০ ইঞ্চি পথ হলো!

অর্থাৎ প্রায় ৯৫ কিলোমিটার! যা এভারেস্টের প্রায় ১২ গুন ও মারিয়ানা খাতের ৯ গুন বেশি।

মরাল: আপনার ছোট্ট সোনাটার যত্ন করতে শিখুন! এটা আপনার চেয়ে অনেক বেশি প্রতিভাবান,  ট্যালেন্টেড, হার্ড ওয়ার্কিং ! আপনি তো এত বড় শরীর নিয়ে একদিন মর্নিং ওয়াকে ১ কিমি পথ অতিক্রম করলে চারদিনের জন্য কেলিয়ে যান।
আর একসপ্তার জন্য আপনার 'উনি' কে বলেন সোনা গা ব্যাথা, আজ মুড নেই!

( হিসেবটা সৎ পথের। শালী, বন্ধুর গার্লফ্রেন্ড, পাড়ার বৌদি, অফিস কলিগ, করণ জোহর টাইপের বন্ধুদের এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে)

No comments:

Post a Comment

Popular Posts