Friday, 30 March 2018

শনিবাসরিয় গল্প

গোপাল আইন নিয়ে পড়ছিল। কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করলো। কিন্তু ফেল করলে তো চলবে না, পাশ তো করতেই হবে। কি করা যায়! ঠিক করলো যে খাতা দেখে সেই স‍্যারের সাথে একটা ডিল করবে। স‍্যারের বাড়ি গেল।

গোপাল: স‍্যর, একটা প্রশ্ন করবো?

স‍্যার: কর

গোপাল: যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেবো। আর যদি উত্তর দিতে না পারেন তো আমাকে পাশ করিয়ে দিতে হবে।

স‍্যার রাজি হলেন।

গোপাল: বলুন তো কোনটা লিগাল কিন্তু লজিকাল না, আর কোনটা লজিকাল কিন্তু লিগাল না, আর কোনটা লজিকাল বা লিগাল কোনোটাই না?

স‍্যার তো বেকায়দায়। চিন্তা করে চুল ছিঁড়ে ফেলার অবস্থা। কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। শেষে গোপালের শর্ত ই মেনে নিলেন, আর ওকে পাশ করিয়ে দিলেন।

পরের দিন ক্লাস নিতে গেলেন। ভাবলেন এই প্রশ্নই করবেন ছাত্র দের। প্রশ্ন করতেই অবাক হলেন। প্রায় সবাই হাত তুলেছে।

তা, একজন ছাত্র কে বললেন 'বল দেখি'।
সে বললো "স‍্যার, আপনার বয়স ৬৫, আর আপনার পত্নীর বয়স ২৮, এটা লিগাল, কিন্তু লজিকাল নয়।"

'আরে বস বস হাড়ামজাদা, তোকে আর বলতে হবেনা'।

আর একজন ছাত্র পেছন থেকে বলে "স‍্যার, আপনার পত্নীর এক ২৩ বছরের যুবকের সাথে অ্যাফেয়ার চলছে। এটা লজিকাল, কিন্তু লিগাল না।"

স‍্যারের তো বিষম খাওয়ার অবস্থা! গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জলের বোতল বার করলেন। তখনও অবাক হোওয়ার আরো বাকি ছিল।

এবার লাস্ট বেঞ্চের একজন বলে উঠলো "স‍্যার, আপনার পত্নীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্বেও আপনি পাশ করিয়ে দিলেন। এটা না লজিকাল, না লিগাল।"

স‍্যার আপাতত আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন।

No comments:

Post a Comment

Popular Posts