Friday 7 June 2019

বাঙ্গালী বউ

ভাই বাঙ্গালী বৌ কেমন হয় খেয়াল করুন???? স্বামী স্ত্রী টিভিতে IPL ম্যাচ দেখছিলো। .

স্ত্রী: উনি কি ব্রেট লি? .
স্বামী: নাহ,সুরেশ রায়না। .
স্ত্রী: ব্রে টলি তো খুব স্মার্ট! ওর ভাইয়ের মতো ওরও সিনেমার হিরো হওয়া উচিত।
স্বামী :ওর তো কোনো ভাই অভিনেতা নয় সোনা। .
স্ত্রী: তাহলে ঐটা কে, ব্রুস লি? .
স্বামী: আরে ব্রুসলি চাইনিজ অভিনেতা , আর ব্রেট লি অস্ট্রেলিয়ান ক্রিকেটার .
স্ত্রী: আরে বাহ, ওই দেখো আরো একটা আউট হলো। .
স্বামী: আরে না,ওটা আগের আউটের রিপ্লে দেখাচ্ছে! .
স্ত্রী: মনে হয় বাংলাদেশ জিতে যাবে ? .
স্বামী: এতে বাংলাদেশ খেলছে না। এটা সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের খেলা হচ্ছে । .
স্ত্রী :ঐ আম্পায়ারটা হেলিকাপ্টার কেন ডাকছে? .
স্বামী: ধুর,উনি হেলিকাপ্টার ডাকছেন না,ফ্রি হিট দেখাচ্ছেন। .
স্ত্রী: মাঠের দর্শকেরা কি পয়সা দেয়নি যে, ফ্রিতে হিট দেখাচ্ছে? ঐ দেখো,উনি আবার কাকে যেন পা দিয়ে লাথি দেখাচ্ছেন ? .
স্বামী: আরে পাগল ওটা বাই রানের ইশারা। .
স্ত্রী: বাই মানে,ম্যাচ কি শেষ হলো ? .
স্বামী: না,বাকি আছে । .
স্ত্রী: আর কতরান জিততে ? .
স্বামী: 36 বলে72 রান দরকার। .
স্ত্রী: এতো খুব সোজা, 1 বলে 2 রান। .
স্বামী বিরক্তহয়ে টিভি বন্ধ করে দিলো ।সাথে সাথে বউ টিভি চালিয়ে স্টার জলসাতে দিলো। .
স্বামী: এই ঝিলিকটা কে? .
বউ: তোমার খালাম্মা। খবরদার আলিশার বাপ, তুমি কিন্তু আমাকে আর একদম বিরক্ত করবে না, এই বলে দিচ্ছি....!

No comments:

Post a Comment

Popular Posts