Friday 7 June 2019

লিঙ্গবিভ্রাট

মজিদ রংপুর শহরে কাপড়ের পাইকারি ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে প্রায়ই ঢাকা যেতে হয়, তাছাড়া আত্মীয় স্বজনও আছে।
এবার ছেলের ফাইনাল পরীক্ষার পর ঢাকাস্থ শালীর বাসা বেড়ানোর প্ল্যান করল।
বাসে ট্রেনে আসা যাওয়া করলেও প্লেনে ওঠা হয়নি কখনও। ছেলের বায়নার প্রেক্ষিতে মজিদ ঠিক করল স্ত্রী পুত্র নিয়ে এবার প্লেনে ঢাকা যাবে।
টিকেট কাটতে US Bangla র অফিসে গেলে 3 টা ফর্ম দেয়া হলো মজিদকে ফিলাপের জন্য। ফর্ম ফিলাপ করে জমা দেয়ার পর কাউন্টারে বসা মহিলার সংগে মজিদের শুরু হল তীব্র বাদানুবাদ। কারণ, মজিদ ফর্মে লিখেছে......

নামঃ মজিদ সরকার
বয়সঃ ৪১ বছর
লিঙ্গঃ ৬ ইঞ্চি

স্ত্রীর নামঃ আলেয়া সরকার
বয়সঃ ৩৬ বছর
লিঙ্গঃ নেই

ছেলের নামঃ পাপ্পু সরকার
বয়সঃ ১১ বছর
লিঙ্গঃ ২ ইঞ্চি

এই অবস্থায় কাউণ্টারে বসা ভদ্রমহিলা বলল:
"অশিক্ষিত, ইতর আগে আপনি, আপনার ও আপনার ছেলের লিঙ্গের জায়গাটা কাটুন।"

মজিদ: কতটা কাটতে হবে???
ভদ্রমহিলা: পুরোটা। আপনার স্ত্রীর ক্ষেত্রে লিখতে হবে স্ত্রী লিঙ্গ..…।

মজিদ আর নিজেকে সামলাতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে মহিলাকে বলল, "আপনি এতটাই অসভ্য, যে প্রথমে আপনি আমার ও আমার প্রাণাধিক প্রিয় পুত্রের সামান্য প্লেনে চড়ার জন্যে লিঙ্গ কাটতে বললেন। পরে আমার স্ত্রী, যাঁর লিঙ্গ নেই, তাকে লিঙ্গ বসাতে বলছেন। কী সাঙ্ঘাতিক ব্যপার। আমি শালার প্লেনেই চড়ব না।।

No comments:

Post a Comment

Popular Posts