Friday 7 June 2019

রোবট

বাসায় রোবট কিনে আনা হলো
তার কাজ হলো যে মিথ্যা কথা বলবে থাকে চড় মারা ।
ছেলে অনেক রাত করে বাসায় ফিরেছে ।
বাবা : এতো রাতে কোথায় ছিলে ?
ছেলে : বন্ধুর বাসায় ।
রোবট এসে ছেলে কে কষে একটা চড় দিলো ।
চড় খেয়ে ছেলে সত্য কথা বললো , যে বাসার সামনে দোকানে সিগারেট খেতে গিয়েছিলাম ।

বাবা রাগে বললো ,এতো বড় সাহস এই বয়সে সিগারেট খাস
তোর বয়সে তো আমি সিগারেটে হাত দিয়ে দেখিনি ।
এবার রোবট এসে বাবা কে চড় দিলো ।
ছেলের সামনে বাবা চড় খাইছে দেখে মা এসে বললো
বাদ দাও তো তোমার ই তো ছেলে
এইবার রোবট এসে মা কে ও চড় দিলো ।
সাথে সাথে বাবা অজ্ঞান।

No comments:

Post a Comment

Popular Posts