Thursday 6 June 2019

ইংলিশ গেইম

গ্রামের সহজ সরল এক মেয়েকে বিয়ে করল এক লোক। নতুন স্বামী থাকেন শহরে। বিয়ে হলো গ্রামে। গ্রামের বিয়েতে বিশাল হৈ চৈ। যার কারনে বাসর রাতে স্বামী স্ত্রীর মধুর মিলন আর হলো না। বিয়ের পর বউ নিয়ে চলে এলো শহরে। শহরে এসেও কাজ হয় না। প্রতি দিনই কেউ না কেউ এসে উপস্থিত। একদিন সব ঝামেলা শেষ হলে স্বামী সকালে অফিসে যাবার আগে বউকে বলল, "আজ আমি তোমার সাথে ইংলিশ গেইম খেলব! খুব মজার খেলা, তোমার খুব মজা লাগবে।" সহজ সরল স্ত্রী মনে করলো, শহরের মানুষ, নিশ্চই কোনো নতুন ধরনের খেলা হবে। সারাদিন পর স্বামী ঘরে ফিরে এলো। খাওয়া-দাওয়া সেরে রাতে গেল শোবার ঘরে। স্ত্রী সুধাল, "তোমার ইংলিশ গেইম কখন খেলবা?" স্বামীর উত্তর, "এখনই।" বলেই স্ত্রীর সাথে মনের সাধ মিটিয়ে গেইম খেলল, মানে বাসর সাজাল। রতিক্লান্ত শরীরে তৃপ্তির হাসি হেসে স্বামী যখন থামলেন, তখন স্ত্রী বললেন, "এইটা তোমার ইংলিশ গেইম? এই গেম তো আমি গ্রামে প্রায় দিনই চাচাতো ভাইদের সাথে খেলতাম!"

No comments:

Post a Comment

Popular Posts