রানাঘাটের বাবু ঘোষ একবার ব্যবসার কাজে চিন গেল।
ওখানে সে একটা চাইনিজ এক্স- রে চশমা কিনলো,
যার দ্বারা যে কোনো মানুষকেই বিনা কাপড়ে দেখা যায়।
দোকানদার বললঃ চশমা পরে আমাকে দেখো....।
বাবু ঘোষ চশমা পরে দোকানদারকে বিনা কাপড়ে দেখতে পেল।
তারপর সে চশমা খুলে দোকানদারকে কাপড় পরে দেখতে পেল। বাবু ঘোষ খুব খুশি হলো।
সে বাড়ি ফেরার জন্য ফ্লাইট ধরলো। প্লেনের মেয়েদের, এয়ারহোস্ট্রেস দের চশমা পরে বিনা কাপড়ে দেখে খুব খুশি হলো।
বাড়িতে আসার জন্য এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরলো, ড্রাইভারকেও বিনা কাপড়ে দেখলো। বাবু ঘোষ চশমাটা পরেই বাড়ি পৌঁছলো।
ঘরে ঢুকে সে তার বৌ আর বাড়ির চাকরকে বিনা কাপড়ে একই বিছানায় শুয়ে থাকতে দেখলো।
চশমা খুলে দেখলো, আবার তাদের বিনা কাপড়ে দেখতে পেল।
আবার চশমা পরে দেখলো, আবারও বিনা কাপড়েই দেখতে পেল।
বাবু ঘোষ আবার চশমা খুললো....
একি...!! সে একই দৃশ্য দেখতে পেল।
বাবু ঘোষ তো রেগে আগুন।
সে রাগে গজগজ করতে করতে বললঃ শালা,
.
.
এইজন্যই চায়না মাল
কিনতে নেই, ২ দিন
না যেতে যেতেই খারাপ
হয়ে গেল....!!!!😜😜😝😝😆😆
No comments:
Post a Comment