Friday 7 June 2019

গ্রীন টি

এক মাতাল গেছে মন্দিরের পুরোহিত এর
কাছে শুদ্ধ হবার জন্য...

পুরোহিত মাতালকে তিনবার এক বড়
গামলা জলে চুবিয়ে বললো - এখন তুমি শুদ্ধ
হয়েছো, তোমার নতুন নাম "শ্বাশত" আর
তোমার মধ্যের সেই মাতাল আত্মা নেই।
এখন থেকে তুমি আর মদ্যপান করবে না...

মাতাল বাড়ীতে ফিরে ফ্রিজ থেকে একটা চিল্ড বিয়ার বের করে তিনবার জলে চুবিয়ে বললো -
এখন তুমিও শুদ্ধ এবার তোমার নাম হল "গ্রীন টি"
😂😂😂😂😂😂😂

No comments:

Post a Comment

Popular Posts