Friday 7 June 2019

ভবেশবাবুর স্ত্রী

(কারুর সাথে মিলে গেলে আমি দায়ী নই😷😷) ��রাত ২ টার সময় স্ত্রী হঠাত ভবেশবাবুকে গভীর ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করছেন-- ��বলো তো "ত্রিদেব" সিনেমার নায়িকা কে ছিল I��ভবেশবাবু বললেন-- মাধুরী দীক্ষিত, সঙ্গীতা বিজলানি আর সোনম I��স্ত্রী জিজ্ঞেস করলেন-- Dilwale dulhaniya le jayege ছবিতে কাজলের স্ক্রিন নেম কি ছিল?��ভবেশবাবু বললেন-- সিমরান ��স্ত্রী আবার জিজ্ঞেস করলেন-- ২০০৩সনে ওয়ার্ল্ড কাপ ম্যাচে শচীন পাকিস্থানের বিরুদ্ধে কত রান করেছিলেন ?��ভবেশবাবু বললেন- ৯৮ রানI ��স্ত্রী জিজ্ঞেস করলেন--আমাদের উল্টো দিকের ফ্লাটের কবিতা হায়দ্রাবাদ গিয়েছিল, সে কবে ফিরে এসেছে, বলতে পারো ?��ভবেশবাবু বললেন -- গত বুধবার কবিতা ফিরে আসার দুই মাস পূর্ণ হয়েছে I ��ভবেশবাবু তখন একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন-- কি ব্যাপার তুমি মাঝ রাতে আমাকে ঘুম থেকে জাগিয়ে এসব কেন জিজ্ঞেস করছ ? ��ভবেশবাবুর স্ত্রী বললেন-- ��গতকাল আমার জন্মদিন ছিল ��চারিদিকে নিঝুম নীরবতা ..........��🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈

No comments:

Post a Comment

Popular Posts