Friday 7 June 2019

গ্যাস বেলুন

বল্টু প্রতিদিন একটা কাগজে, "হে আল্লাহ, আমায় এক লাখ টাকা দাও" লিখে গ্যাস বেলুনে বেঁধে আল্লাহর উদ্দেশ্যে আকাশে উড়িয়ে দেয় ।

পাশেই গোয়েন্দা-পুলিশ-এর কার্য্যস্থল -- গোয়েন্দাদের সন্দেহ হওয়ায় বেলুন নীচে নামিয়ে কাগজটি পড়ে দেখে -- কিছু দিন পর পুলিশরা ভাবলেন, ওর নিশ্চয় টাকার খুব প্রয়োজন, চলুন আমরা যা পারি সাহায্য করি -- সর্ব সাকুল্যে চাঁদা উঠল পঞ্চাশ হাজার টাকা -- একজন গিয়ে বল্টুর হাতে টাকাটা দিয়ে এলেন -----

বল্টু পরদিন আবার কাগজে লিখে বেলুন ছাড়লো...

থানার পুলিশবাবুরা সেটি নামিয়ে দেখলেন, তাতে লেখা আছে, "হে আল্লাহ, শেষ পর্যন্ত আমার ডাকে সারা দিলে ! এর জন্য অসংখ্য ধন্যবাদ । কিন্ত টাকাটা পুলিশের হাতে ফেলতে গেলে কেন ? 
.
.
.
.
.
.
.
ওরা পঞ্চাশ হাজার মেরে দিয়েছে ।"

No comments:

Post a Comment

Popular Posts