Monday, 19 July 2021

খুঁটি

কোনো গাধাকে খুঁটোর সঙ্গে বেঁধে রাখলে,, গাধাটি মেজাজ হারিয়ে,, খুঁটো উপড়ে নিয়ে,, কোথাও পালিয়ে যেতে পারে।। 

এমন ঘটনার হাত থেকে নিস্তার পেতে,, বহু যুগ আগে,, মানুষ একটি নতুন পদ্ধতি অবলম্বন করে।। 

খুঁটোর পরিবর্তে,, দুটো গাধাকে পরস্পরের সঙ্গে বেঁধে দেওয়া হতো।। গাধার চরিত্র হলো ভিন্নধর্মী।। একটা গাধা উত্তর দিকে যেতে চাইলে,, অন্যটা দক্ষিণ দিকে যাবে।। 

এক গাধা ছুটে পালাতে চাইলে,, অন্য গাধা 
ধুপ করে বসে পড়বে!!

বুদ্ধিমান মানুষ,, দুটো গাধাকে এক দড়িতে বেঁধে রাখার এই পদ্ধতি অবলম্বন করে,, গাধা পালানোর হাত থেকে রক্ষা পেতে থাকে।।

*

*

*

*

*

কথিত আছে যে,, 
এই পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে,, আমাদের পূর্বপুরুষদের,, বিবাহের কথা 
মাথায় আসে ।।

😀😀😀😀😀😀

No comments:

Post a Comment

Popular Posts