বিয়ের প্রায় পনেরটি বছর পর আজ গিন্নি হঠাৎই ইমোশনাল হয়ে বললো, "তুমি কিন্ত একটুও বদলাওনি, সেই একই রকম ভোলাভালা শান্তশিষ্ট প্রথম দেখা দিনটির মতন!"
আমি উদাস হয়ে বললাম, "যো রহিম উত্তম প্রকৃতি, কা করি সক্ত কুসংগ। চন্দন বিষ ব্যাপত্ নহি, লিপটে রহি ভুজঙ্গ।।"
গিন্নি আহ্লান্দী হয়ে বললো, "বাংলায় বলোনা গো!"
রহিম বলছে, "যেমন সাপ জড়িয়ে থাকলেও চন্দন গাছের কোন ক্ষতি হয় না, সেরকম উত্তম প্রকৃতির মানুষের ওপর কুসঙ্গ কোন প্রভাব ফেলে না!"
চোয়ালে বরফ ঘষছি। রাতে রুটিও বোধহয় চিবুতে পারবো না! 😭
No comments:
Post a Comment