Friday 28 February 2020

স্ত্রীর অঙ্ক



এক শি‌ক্ষিতা স্ত্রী তার স্বামী‌কে বল‌লো.........
 শো‌নো...............আমি অঙ্ক ক‌রে তোমা‌কে ব‌লে দেব তোমা‌কে তোমার টাকা কোথায় ল‌গ্নি কর‌তে হ‌বে ...

সততার স‌ঙ্গে সমাধান কর‌তে হ‌বে।

নী‌চে দেওয়া সংখ্যাগু‌লির ম‌ধ্যে যে কোন একটা সংখ্যা বে‌ছে নিন।

1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9.

বে‌ছে‌ছেন তো ?😕

এবার আপনার নির্বা‌চিত সংখ্যা‌টি‌কে তিন দি‌য়ে গুন করুন।😉

তারপর ঐ গুনফ‌লের সা‌থে তিন যোগ করুন।

এরপর ঐ যোগফল‌কে আবার তিন দি‌য়ে গুণ করুন। 

দেখুন দুই অ‌ঙ্কের এক‌টি সংখ্যা পাওয়া যা‌বে।

এবার ঐ সংখ্যার দু‌টি অঙ্ক‌কে(Digit) যোগ করুন। এবার যে সংখ্যা‌টি পা‌বেন, সেটাই ব‌লে দে‌বে যে আপ‌নি আপনার টাকা কোথায় রে‌খে খাটা‌বেন।

তার তা‌লিকা নী‌চে দেওয়া হ‌লো _____ ...

1. জ‌মি জায়গা
2. সোনা
3. ফিক্সড ডি‌পো‌জিট
4. ব্যবসা-বা‌নিজ্য
5. শেয়ার
6. পাব‌লিক প্র‌ভি‌ডেন্ট ফান্ড (PPF)
7. ‌রেকা‌রিং ডি‌পো‌জিট (RD)
8. ন্যাশানাল সে‌ভিংস সার্টি‌ফি‌কেট (NSC)
9. স্ত্রীর কা‌ছে গ‌চ্ছিত রাখুন
10. মিউচুয়াল ফান্ড
11. রি‌য়েল এস্টেট।

এবার আপনার যা উত্তর  এলো সেই অনুযায়ী কাজ করুন। য‌দি মান‌তে মন না চায় সেটা আপনার ব্যাপার।
আবার য‌দি একান্তই ইচ্ছা হয় তো অন্য একটা সংখ্যা নি‌য়ে চেষ্টা কর‌তে পারেন।
😜

No comments:

Post a Comment

Popular Posts