Sunday, 23 February 2020

বুকুনের রচনা



ক্লাসটিচার বুকুনের Guardian call করেছেন। বুকুনের বাবা গেছে স্কুলে দেখা করতে। ক্লাসটিচার বললেন "আমরা এই ডেঁপো ছেলেকে স্কুলে রাখব না, আপনি একে অন্যকোথাও ভর্তির ব্যবস্থা করুন।" বকুনের বাবা কারন জানতে চাইলে শিক্ষক বুকুনের পরীক্ষার খাতাটা দেখালেন যাতে বুকুন কুকুরের রচনা লিখেছে..... "কুকুর গৃহপালিত পশু। কুকুর খুব বিশ্বস্ত প্রাণী ইত্যাদি ইত্যাদি ........................  কুকুরের চারটি পা, দুটি কান, দুটি চোখ, একটি লেজ ইত্যাদি ইত্যাদি ......... কিন্তু ভাদ্র মাসে দুমুখো কুকুর দেখা যায় ।" ক্লাসটিচার "দেখেছেন কেমন ইতর বাঁদর ছেলে ... নোংরা নোংরা কথা লিখেছে ... না না আপনি ওকে অন্য কোন স্কুলে নিয়ে যান মশাই।" তাই শুনে বুকুনের বাবা বললেন "ও বাচ্চা ছেলে  ... অতসত বোঝে না। রাস্তা ঘাটে হয়তো কুকুরদের করতে দেখেছে তাই লিখেছে.... আপনি বরং ওকে অন্য রচনা লিখতে দিন...... দেখবেন ও উলট পালটা কিছু লিখবে না।" ক্লাসটিচার সেই মতো বুকুনকে গরুর রচনা লিখতে দিলেন। বূকুন লিখল : "গরু গৃহপালিত পশু। গরু নানা রংয়ের হয়ে থাকে .... সাদা, কালো, লাল ইত্যাদি। গরুর  গোবর থেকে ঘুঁটে হয়। গরুর  চারটি পা, দুটি কান, দুটি চোখ, একটি লেজ ইত্যাদি ইত্যাদি ..........গরুর দুধ খুব উপকারী পানীয়। গরুর দুধ খেলে শরীরে বল হয়। তাই আমরা বাড়ির সকলে গরুর দুধ খাই... শুধু আমার ছোট ভাইটা আর বাবা মায়ের দুধ খায়..........পাশের বাড়ির পল্টু কাকুও মাঝে মাঝে খেয়ে যায় "। বুকুনের বাবা হেঁচকি তুলতে তুলতে বাড়ি ফিরল। আজও হেঁচকি থামেনি। 😝😝😝😝😝😝

No comments:

Post a Comment

Popular Posts